সোমবার বিকেল থেকে টুইটারে ট্রেন্ডিং চলছে #বিরুষ্কা এবং #বিরাট কোহালি। ২৪ ঘণ্টা পরেও ট্রেন্ডিংয়ে ঘাটতি পরেনি। হাই প্রোফাইল কন্যা সন্তান পৃথিবীতে পা রেখেছে! তাকে নিয়ে এই মাতামাতি তো হবেই।
তবে এখনও অপেক্ষার অবসান ঘটেনি। বিরুষ্কার সন্তানের জন্ম হয়েছে সবে। এরপর আসবে তার ছবি। তারও পরে নাম আর কোষ্ঠীবিচার। তালিকায় কেবল প্রথম খবরটির পাশেই শুধুমাত্র টিক মার্ক পড়েছে। বাকিগুলি নিয়ে মানুষের আগ্রহ এখন সপ্তমে। আর তাই মঙ্গলবার সকালেই বিরুষ্কা-কন্যার একটি ভুয়ো ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে জানা গিয়েছে, তা বিরুষ্কার কন্যা সন্তানের ছবি নয়। সদ্যোজাতের কাকার দৌলতে কিন্তু তাঁর দু’টি পায়ের দেখা পেয়েছেন নেটাগরিকরা। কিন্তু তাতেও শান্ত হয়নি দেশ। নিজেদের উদ্যোগে কোষ্ঠীবিচারও সেরে ফেলেছেন উৎসাহী কেউ কেউ। এ বারে নামকরণ নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে গোটা দেশ। মানে, যাকে বলে, সদ্যোজাতর বর্ধিত পরিবার।
মুম্বইয়ের এক সংবাদসংস্থার তরফে জানা গেল, তারকা দম্পতি নাকি একটি নাম শর্টলিস্ট করে ফেলেছেন ইতিমধ্যেই। শুধু তাই নয়, শব্দের বুৎপত্তিগত অর্থের খোঁজ করে দেখা যাচ্ছে, বেশ ভাবনাচিন্তা করেই এই নামটি রাখার কথা ভেবেছেন তাঁরা।