Advertisement
E-Paper

ম্যাগাজিন কভারে নয়া লুকে জাহির-সাগরিকা, দেখেছেন?

অফ-শোল্ডার গাউনে নতুন বউকে দেখাচ্ছে একেবারে মোহময়ী। তাঁর পাশেই গাঢ় বেগুনি রঙের কুর্তা পরে বসে রয়েছেন জাহির। তাঁর চোখও কিন্তু সাগরিকার থেকে সরছে না!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১৮:৩৪
নবদম্পতির নতুন ছবি দেখেছেন? ছবি: সাগরিকা ঘাটগের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নবদম্পতির নতুন ছবি দেখেছেন? ছবি: সাগরিকা ঘাটগের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সাগরিকা ঘাটগের সঙ্গে জাহির খানের একটি ছবি গত বুধবার বিকেলেই ছড়িয়ে পড়ে ওয়েব দুনিয়ায়। ‘ম্যাড ব্রাইড’ হিসেবে তিনি তখন ভাইরাল। এর পর বৃহস্পতিবারই রেজিস্ট্রি ম্যারেজ করেন জাহির ও সাগরিকা। বিয়ের ছবি অবশ্য প্রথম শেয়ার করেছিলেন জাহিরের ফিটনেস স্টুডিওর প্রধান অঞ্জনা শর্মা। আর এ বার ভাইরাল হল ম্যাগাজিন কভারের জন্য তোলা নবদম্পতির একটি ছবি।

আরও পড়ুন, বিয়ে করলেন জাহির-সাগরিকা, দেখুন নবদম্পতির প্রথম ছবি

আরও পড়ুন, ঋদ্ধিমা তাঁর হবু বর গৌরবকে এই অদ্ভুত নামে ডাকেন!

সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার ফোটোয় একেবারেই নয়া লুকে ধরা দিয়েছেন নবদম্পতি। এমাসের ‘বাজার ব্রাইড’-এর কভার ছবিতে ধরা দিয়েছেন জাহির-সাগরিকা। ছবিতে একটি পিয়ানোর কাছে সবুজ গাউনে দেখা যাচ্ছে সাগরিকাকে। অফ-শোল্ডার গাউনে নতুন বউকে দেখাচ্ছে একেবারে মোহময়ী। তাঁর পাশেই গাঢ় বেগুনি রঙের কুর্তা পরে বসে রয়েছেন জাহির। তাঁর চোখও কিন্তু সাগরিকার থেকে সরছে না!

Match of a kind! The stars of our #JustMarried issue @sagarikaghatge @zaheer_khan34 who just tied the knot! Zaheer and Sagarika are wearing all clothing by @shantanunikhil Editor: @nupurmehta18 Photographer: @claireharrisonphotos Fashion Editor: @ayeshaaminnigam Fashion assistant: @journeyofadreamcatcher Location Courtesy: @corinthialondon Airline partner: @etihadairways

A post shared by Harper's Bazaar Bride, India (@bazaarbridein) on

ইন্টারনেটে ভাইরাল নয়া লুকে নবদম্পতি।

Zaheer Khan Sagarika Ghatge Film Actress Cricketer Indian Cricket Celebrity Wedding Celebrity Marriage Celebrities Bollywood জাহির খান সাগরিকা ঘাটগে Viral Photos Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy