Advertisement
E-Paper

২০১৭-এর অন্যতম সেরা সিনেমাগুলি দেখার সুযোগ এটাই

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১২:৫৪

সিনেমা দেখতে ভাল লাগে না, এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবুও সময়ের অভাবে এবং কোনও না কোনও কারণে হয়তো অনেক সিনেমাই দেখা হয়ে ওঠে না। আর প্রতি সপ্তাহের শেষে হলে গিয়ে ভিড় জমানোটাও সম্ভব হয় না অনেকের পক্ষে। আর সিনেমার ঘরানাটা যদি একটু অফবিট হয়, তা হলে তো কথাই নেই। দেখব, দেখব করে, দেখা আর হয় না।

তবে চিন্তা নেই। বছরের শেষ বেলায় আমাজন প্রাইম ভিডিও-র তরফ থেকে আপনাদের জন্য রইল ২০১৭-তে মুক্তি পাওয়া এইরকমই বিশেষ কিছু ছবির সন্ধান। যে ছবিগুলি মূল স্রোতের ছবির থেকে একটু আলাদা। অথচ ছবির দর্শকদের কাছে জনপ্রিয়তার বিচারে বেশ কয়েক কদম এগিয়ে অন্যান্য ছবিগুলির থেকে।

'সব ভূতুড়ে'

'আট থেকে আশি' - বাংলার ভূতপ্রেমীদের এই ছবি ভাল লাগবেই। কেন না এই ছবি টিপিক্যাল বিদেশী হরর ছবির অনুপ্রেরণায় তৈরি কোনও খিচুড়ি নয়। বরং একেবারে খাঁটি বাংলার ভূতের গপ্পো৷ ভয় থেকে হিউমার, চিত্রনাট্য থেকে অভিনয়, সঙ্গে ক্যামেরার কারিকুরি, সবই আছে এই ছবিতে। তার সঙ্গে বিরসা দাশগুপ্তের পরিচালনা, আর কল্লোল লাহিড়ীর গল্প ও চিত্রনাট্য ছবিটিকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।

আপনার যদি ভুতের গল্প বা ভুতের সিনেমা ভাল লাগে তা হলে আজই যুক্ত হন আমাজন প্রাইম ভিডিও-র সঙ্গে। আর দেখে নিন ছবিটি।

'ধনঞ্জয়'

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের গল্প কে না জানে! দেশবাসীর কাছে ধনঞ্জয় মানেই তো একরাশ ঘৃণা। সঙ্গে একরাশ বিতর্ক। ধর্ষণের অভিযোগে দীর্ঘ ১৪ বছর যাবজ্জীবন সাজা কাটানোর পরে ফাঁসি দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রথম ব্যক্তি, যাঁর ফাঁসি হয়েছিল দেশদ্রোহীতার কারণে নয়। তবে তাঁর জীবনকাহিনী যে যে রূপোলি পর্দায় ঠাঁই পেয়েছে তা হয়তো অনেকেরই অজানা। 'একই অপরাধে কেন দুই সাজা?' - এই প্রশ্নটাই ছবির মাধ্যমে সমাজের কাছে তুলে ধরেছেন পরিচালক অরিন্দম শীল।

ছবিটি দেখতে আজই জয়েন করুন আমাজন প্রাইম ভিডিও-তে।

'ওয়ান'

দমদার অ্যাকশন, ভরপুর সাসপেন্স, সঙ্গে জমজমাট থ্রিলার - এই তিন নিয়েই তৈরি বাংলা ছবি 'ওয়ান'। ছবিটি তামিল ছবি 'তনি ওরুবন' ছবির রিমেক। যদিও বীরসা দাশগুপ্তের পরিচালনা এবং অভিমন্যু মুখোপাধ্যায়ের স্ক্রিপ্ট, এই ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এরই সঙ্গে যোগ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের অভিনয়। যা এই ছবিটিকে ২০১৭-তে রিলিজ পাওয়া বাংলা ছবিগুলির মধ্যে এই ছবিটিকে অন্যতম চর্চার বিষয় বানিয়ে তুলেছে।

ছবিটি যদি এখনও না দেখে থাকেন তবে, আজই রেজিস্টার করুন আমাজন প্রাইম ভিডিও-তে।

'তোমাকে চাই'

স্কুল পেরিয়ে কলেজ জীবন, কাউকে ভাললাগা, সেখান থেকে প্রেমের সম্পর্ক। ঠিক এই বিষয়টিই উঠে এসেছে রাজীব বিশ্বাসের 'তোমাকে চাই' ছবিটির মধ্যে। ছবির অন্যতম আকর্ষণ বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। অর্থাৎ ছবির নায়ক এবং নায়িকা। রাজ চক্রবর্তীর হাত ধরে ব্রেক পাওয়া এই জুটি ফের মন মাতিয়েছে দর্শকদের। বিশেষত কলেজ পড়ুয়া, কিংবা সদ্য প্রেমে পড়া টিন এজারদের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই ছবি।

আপনি যদি এখনও এই ছবিটি না দেখে থাকেন, আজই জয়েন করুন আমাজন প্রাইম ভিডিও-র সঙ্গে।

'আমি যে কে তোমার'

বন্ধুত্ব কী? সারাটা জীবন, যে কোনও পরিস্থিতিতে বন্ধুর পাশে থাকা না কি বন্ধুর সমস্ত দাবি মেনে নিয়ে তার সঙ্গে হাতে হাত রেখে বাকি পথটা এগিয়ে চলা। রবি কিনাগি পরিচালিত 'আমি যে কে তোমার' ছবির মুল বিষয়বস্তু এই বন্ধুত্বই। বন্ধুর প্রতি বন্ধুর ভালবাসা, দায়বদ্ধতা, আর প্রেমের মধ্যে যখন বিরোধ জন্ম নেয়, তখন একজন প্রকৃত বন্ধু কোন পথ বেছে নেয়, সেই উত্তরই পাওয়া যাবে এই ছবিতে।

আজই রেজিস্টার করুন আমাজন প্রাইম ভিডিও-তে এবং দেখে নিন এই ছবিটি।

উপরের উদাহরণগুলিকে তো শুধুমাত্র ট্রেলর বলতে পারেন। শুধু বাংলা সিনেমাই নয়, আমাজন প্রাইম ভিডিও 'বেস্ট অব ২০১৭'-এর তালিকার মধ্যে রয়েছে অন্যান্য ভাষার ছবি এবং টিভি সিরিজও। এই সিনেমা ও টিভি সিরিজগুলির প্রত্যেকটি জয় করে নিয়েছে দর্শকদের মন।

এর মধ্যে কোনওটাই হয়তো আপনার দেখা হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। কিংবা কয়েকটি বাদ রয়ে গিয়েছে। তবে অন্যদের থেকে পিছিয়ে থাকবেন কেন আপনি? আর দেরি নয়। আজই নিজেকে যুক্ত করুন আমাজন প্রাইম ভিডিও-র সঙ্গে। আর উপভোগ করুন 'বেস্ট অব ২০১৭'।

Celebrities Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy