ফ্যানেদের হতাশ করে বছরখানেক আগেই হঠাৎই ব্রেক আপ হয়ে যায়নেহা কক্কর এবং হিমাংশ কোহালির। ব্রেক আপ নিয়ে এক বছর ধরে মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা সম্পর্কে মুখ খোলেন হিমাংশ। তিনি বলেন, “যা হয়েছে তা হয়ে গিয়েছে। এখন তো আর পরিবর্তন করা যাবে না কিছুই। আমি এখনও ওকে সম্মান করি। ও দুনিয়ায় যা যা চায় তাই যেন পায়। ও ভাল থাকুক, সুস্থ থাকুক।”
ব্রেক আপের পর নেহা খোলখুলি তাঁদের সম্পর্ক নিয়ে অনেক কথাই বলেছেন। অন্য দিকে হিমাংশ চুপ থেকেছেন সব সময়েই। কখনও মনে হয়নি নিজের ব্রেক আপ সম্পর্কে তাঁরও লোককে জানান উচিত? এই প্রশ্নে হিমাংশ জানান, কখনও মনে হয়নি এমন। যা হওয়ার তা হয়েছে। যদি ভবিষ্যতে দু’জনকে একই সঙ্গে কাজ করতে হয়, সে ক্ষেত্রে কী করবেন হিমাংশ? তাঁর জবাব: “অবশ্যই এক সঙ্গে কাজ করব। সবাই আমাদের এখনও অনেক ভালবাসে। আমাদের একসঙ্গে গাওয়া গানও পছন্দ করে।”
আরও পড়ুন- প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ছেলেকেই বিয়ে করছেন সানিয়া মির্জার বোন