Advertisement
E-Paper

জন্মদিনে হাতে পেল্লায় সিলিং পাখা! ছবি দেখে হাসির রোল, নতুন অবতারে কোথায় দেখা যাবে সানি দেওলকে?

১৯ অক্টোবর সানি দেওলের জন্মদিন। বিশেষ দিনে অভিনেতার নতুন ছবির ঝলক প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৪:২৯
Hindi film Jaat’s first look revealed on Sunny Deol’s birthday

নতুন ছবিতে সানি দেওলের লুক। ছবি: সংগৃহীত।

‘গদর’ ছবিতে তিনি পাকিস্তানের মাটিতে টিউবওয়েল উপড়ে ফেলেছিলেন। ছবির সিকুয়েলে ট্র্যাক্টরে অ্যাকশন করেছেন। এ বার নতুন ছবিতে বিশাল আকারের সিলিং ফ্যান হাতে ধরা দেবেন সানি দেওল। শনিবার অভিনেতার জন্মদিনে এই বিশেষ লুক প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।

তেলুগু পরিচালক গোপীচন্দ মালিনেনির সঙ্গে এই ছবিটি করছেন সানি। ছবির নাম রাখা হয়েছে ‘জাট’। শনিবার ছবির প্রথম ঝলকের যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে সানির হাতে এক বিশাল আকারের সিলিং পাখা দেখা গিয়েছে। অনুমান করা যায়, এই ছবিতে অ্যাকশন অবতারেই ধরা দেবেন অভিনেতা। পোস্টারের সঙ্গে লেখা হয়েছে, ‘‘এমন একজন মানুষ, অ্যাকশনের জন্য যাঁর সারা দেশের অনুমতি রয়েছে।’’

তবে ছবিতে সানির ঝলক দেখে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক দিকে যেমন তাঁদের একাংশ ছবির সাফল্য নিয়ে নিশ্চিত। তেমনই অন্য দিকে, এই অদ্ভুত পোস্টার দেখে অনেকেই ছবি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন। এক অনুরাগীর মতে, গল্পের গরু গাছে উঠতে চলেছে। এক জন লিখেছেন, ‘‘ওঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’’ কারও মতে, ছবির পোস্টার একেবারেই ভাল হয়নি। জনৈকের সরস মন্তব্য, ‘‘এই পাখাটিই ছবির খলনায়ক!’’

যদিও এই ছবি নিয়ে এখনই বাড়তি কথা খুলে বলতে চাইছেন না নির্মাতারা। সানি নিজেও নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন রণদীপ হুডা, সাইয়ামি খের, বিনীত কুমার সিংহ প্রমুখ। সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে হায়দরাবাদে ছবির শুটিং শুরু হয়েছে।

Sunny Deol Bollywood Actor New Hindi Film Trolling Shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy