Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Eliot Page

অন্য পরিচয়

নেটফ্লিক্সও এলিয়টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে, তাদের সাইটে অভিনেতার নাম পরিবর্তন করে দিয়েছে।

এলিয়ট।

এলিয়ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share: Save:

বিবাহিত জীবনের পথচলায় একদিন আবিষ্কার হল, আইনার নিজেকে পুরুষের খোলসে আর আটকে রাখতে চায় না। শরীর, মনে নারী হতে চায়। প্রথমে অবাক হলেও সমর্থন করল স্ত্রীও। ড্যানিশ শিল্পীর জীবনের সত্যকাহিনি অবলম্বনে তৈরি হওয়া ‘দ্য ড্যানিশ গার্ল’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে একাধিক মনোনয়ন পেয়েছিল। হলিউড অভিনেত্রী এলেন পেজের ঘটনা সে কথাই ফের মনে করিয়ে দেয়। ‘জুনো’, ‘ইনসেপশন’-এর অভিনেত্রী এলেন পরিচিত মুখ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এলেন ঘোষণা করেন, তিনি রূপান্তরিত হয়েছেন। নিজের নাম বদলে এলিয়ট করে দেন। ‘‘আই লাভ দ্যাট আই অ্যাম ট্রান্স... নিজের আসল সত্তা খুঁজে পেয়ে কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারব না,’’ লিখেছেন এলিয়ট।

তাঁকে সমর্থন জানিয়েছেন স্ত্রী এমা পোর্টনার। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। এলিয়টকে শুভেচ্ছা জানিয়েছেন, হিউ জ্যাকম্যান, এলেন ডি’জেনারেস, মার্ক রাফালো, মাইলি সাইরাস প্রমুখ। নেটফ্লিক্স সিরি‌জ় ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’র প্রধান চরিত্র ছিলেন এলিয়ট। কিন্তু ওই সিরিজ়ে তিনি এতদিন নারী চরিত্রে অভিনয় করে এসেছেন। নেটফ্লিক্সও এলিয়টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে, তাদের সাইটে অভিনেতার নাম পরিবর্তন করে দিয়েছে। পাশাপাশি এও জানিয়েছে, রূপান্তরিত হলেও এলিয়ট সিরিজ় থেকে বাদ পড়বেন না। এবং সেখানে তিনি নারী চরিত্র হিসেবেই অভিনয় চালিয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transgender Eliot Page
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE