হানি বাফনা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’ দিয়ে অভিনয়ে পা রাখেন। এর পর একের পর এক ধারাবাহিকে অভিনয়। পার্শ্ব অভিনেতা থেকে নায়ক হয়ে উঠেছেন অভিনয়ের জোরে। ঝুলিতে ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গ্রামের রানি বীণাপাণি’র মতো হিট ধারাবাহিক। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘শুভবিবাহ’ মেগায়। যেখানে তাঁর বিপরীতে সোনামণি সাহা। খবর, ধারাবাহিকের পাশাপাশি অদিতি রায়ের আগামী সিরিজ় ‘অনুসন্ধান’-এও অভিনয় করছেন। এ বার তাঁর বিপরীতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ধারাবাহিকের পাশাপাশি ইদানীং হানি সিরিজ়েও অভিনয় করছেন। ‘বোধন’, ‘একেন বাবু: এ বার কলকাতায়’-এ তাঁর অভিনয় নজর কাড়ে। হানি চর্চায় আসেন ‘নিখোঁজ ২’-এ স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে অনায়াস অভিনয় করে। ওই সিরিজ়ে তিনি আইপিএস অফিসার বৃন্দা বসুর আইনজীবী প্রেমিক! ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
আরও পড়ুন:
এ বার হানিকে কোন ভূমিকায় দেখা যাবে? খবর, অদিতির সিরিজ়ে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী। অভিনেতাও কি একই ভূমিকায় নিজেকে মেলে ধরবেন? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল হানির সঙ্গে। তিনি জানিয়েছেন, এখনই বিষয়টি নিয়ে তাঁর কথা বলার অনুমতি নেই। ইতিমধ্যেই অদিতির সিরিজের জন্য সাংবাদিকদের মতো ‘নাইট শিফট’-এর শুটিং করতে হয়েছে শুভশ্রীকে!
অদিতি মানেই মহিলাকেন্দ্রিক গল্প। ‘অনুসন্ধান’-এ তিনি এক দাপুটে মহিলা সাংবাদিকের গল্প বলছেন। এক মহিলা সংশোধনাগারে পর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা। অথচ সেখানে কোনও পুরুষ প্রবেশ করতে পারে না। তা হলে একের পর এক অঘটন ঘটছে কী করে? তারই তদন্ত করতে দেখা যাবে শুভশ্রীকে।