‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে শিবরাত্রির দৃশ্য দেখে হাসির রোল দর্শক মহলে। —ফাইল চিত্র।
লালপেড়ে সাদা শাড়িতে বারান্দায় দাঁড়িয়ে নায়িকা। হাতে দুধ ভর্তি ঘটি। চোখ বন্ধ করে বারান্দা থেকেই দুধ ঢালছেন তিনি। যে দুধ সোজা এসে পড়ছে নায়কের মাথায়। শিবরাত্রি উপলক্ষে এমনই একটি দৃশ্য দর্শক দেখেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে।
এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর দর্শক মহলে হাসির রোল। কেউ লিখেছেন, “এটা দেখার পর শিব ঠাকুর কী করল কী জানি?” এমনই নানা মন্তব্যে ভরে উঠেছে সমাজমাধ্যম। তবে এই প্রথম নয়। আগেও বিভিন্ন সিরিয়ালের অনেক রকমের দৃশ্য নিয়ে কম কথা হয়নি। যেমন ‘কে আপন কে পর’ সিরিয়ালে অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে কোর্টরুমে জবার সওয়াল-জবাবকে কেন্দ্র করে শুরু হয়েছিল নানা মন্তব্য।
এ বার এই নতুন সিরিয়ালকে কেন্দ্র করেও সেই একই কাণ্ড। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় সিরিয়ালের নায়ক রাহুল মজুমদারের সঙ্গে। তিনি বলেন, “এই সব শুনলে আমার হাসিই পায়। দিব্যি লাগে। আমরা যখন এই দৃশ্যটার শুটিং করছিলাম, তখন এমনটাই ভাবছিলাম যে এই দৃশ্য নিয়ে আলোচনা হবে। সেটাই হচ্ছে। আমাদের সিরিয়াল শুরু হয়েছে কয়েক মাস হল। কিন্তু এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এই দৃশ্য নিয়ে যে আলোচনা হচ্ছে তাতেই আমি খুশি।”
কিছু দিন আগে রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী প্রীতি বিশ্বাসের বিচ্ছেদ নিয়ে সরগরম ছিল টলিপাড়া। যদিও সবটাই ভুয়ো বলে উড়িয়ে দেন তাঁরা। রাহুল বলেন, “পুরো বিষয়টাই খুব হাস্যকর। আমি ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ খেলতে এই মুহূর্তে রায়পুরে আছি। এখানে আমার সঙ্গে প্রীতিও এসেছে। আমাদের মধ্যে কিছু ঝামেলা হলে ও কি আসত রায়পুর? পুরো বিষয়টাই খুব বোকা। ভুয়ো খবর রটানো হচ্ছে আমাদের সম্পর্ক নিয়ে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy