টেলিপাড়ায় ঢিঢি পড়ে গিয়েছে। সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে নাকি পুরুলিয়ায় একান্তে সময় কাটাচ্ছেন! সদ্য ধারাবাহিক ‘কথা’র শুটিং শেষ হয়েছে। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা তাঁরা। গুঞ্জন, তাঁদের রসায়ন নাকি পর্দা ছাপিয়ে প্রভাব ফেলেছে ব্যক্তিজীবনেও।
সত্যিই কি এমন কিছু ঘটেছে? সাহেব-সুস্মিতা কি পুরুলিয়ায় নিভৃতে দিন কাটাতে ব্যস্ত?
খোঁজ নিয়েছিল আনন্দবাজার ডট কম। প্রশ্ন শুনে সাহেব বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন। তার পর বলেছেন, “কোথা থেকে এরকম খবর রটল জানি না। আমার মা-বাবা দু’জনেই পরপর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের দেখভাল করতে করতেই গত ১০টা দিন কেটে গেল! পুরুলিয়ায় গেলাম কখন?”
বাকি সময় তা হলে কী করছেন তিনি? এ বার কোন মাধ্যমে ফিরবেন? জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে।
সাহেবের কথায়, “মাত্র ১০ দিন হল শুটিং শেষ হয়েছে। এবার নিজের যত্ন নেওয়ার পালা।” অভিনেতা নিয়মিত শরীরচর্চায় ফিরেছেন, সঙ্গে নাচও আছে। আর আছে নাটকের মহড়া। “আমি মঞ্চাভিনেতা। বেহালার একটি নাট্যসংস্থার সঙ্গে যুক্ত। মঞ্চে অভিনয় করেছি একটা সময়। আবার হয়তো নাটক করব।” গা থেকে ‘এভি’ তকমা মোছার চেষ্টাও চলছে সমানতালে। তাই এখনই ছোটপর্দায় হয়তো নাও ফিরতে পারেন।
আর সুস্মিতাকে বিয়ে? ওঁরা নাকি শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বেন? এবার জোরে হেসে উঠলেন ছোটপর্দার নায়ক। বললেন, “যা দেখেছেন সবটাই পর্দায়। পর্দার বাইরে আমরা ভাল বন্ধু। এর বাইরে আর কিচ্ছু নেই।”