Advertisement
E-Paper

শুভশ্রীর সঙ্গে শুটিং করে বুঝলাম, কেন ওকে সকলে ‘লেডি সুপারস্টার’ বলে! আড্ডায় বললেন সাংসদ

“কেউ যেন আমার সত্তা গ্রাস করে নিতেন। আমায় দিয়ে অভিনয় করিয়ে নিতেন। কেমন ঘোরের মধ্যে চলে যেতাম”, বললেন ‘রামকৃষ্ণ’ পার্থ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৬:১৮
শ্রী চৈতন্যদেবের সাজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘শ্রী রামকৃষ্ণ’ পার্থ ভৌমিক।

শ্রী চৈতন্যদেবের সাজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘শ্রী রামকৃষ্ণ’ পার্থ ভৌমিক। ছবি: ফেসবুক।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শাসক দলের সাংসদ! সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিতে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের ভূমিকায়। আনন্দবাজার ডট কমের সঙ্গে ফোনে আড্ডা দিতে দিতে কথা প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিক বললেন, “শুভশ্রীর সঙ্গে আমার ছবি দেখছি ভাইরাল! কী ভাল অভিনয় করেন! খুব অল্প দৃশ্যে ওঁর সঙ্গে আমি আছি। ও টুকুতেই বুঝলাম, কোথায় শুভশ্রী, কোথায় আমি! কেন ওঁকে ইদানিং সবাই ‘লেডি সুপারস্টার’ সম্বোধন করছে।”

রাজনীতি যদি পেশা হয়, অভিনয় তাঁর নেশা। কখনও দুর্নীতিগ্রস্ত পুলিশ, কখনও রাজনীতিবিদ হয়ে পর্দায় ধরা দিয়েছেন। মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে নানা রূপে। মঞ্চাভিনেতা হওয়ার ফলে যে কোনও চরিত্রে সাবলীল তিনি। সাংসদ পার্থ এ বার সৃজিতের ছবিতে ‘শ্রীরামকৃষ্ণ’ চরিত্রে। সদ্য শুটিং শেষ করেছেন। ব্যস্ত রাজনীতিবিদের জন্য দু’দিন বরাদ্দ রেখেছিলেন পরিচালক। এই প্রথম কোনও মহাপুরুষের চরিত্রে অভিনয় করলেন পার্থ। অন্য রকম অভিজ্ঞতা হল?

শ্রী রামকৃষ্ণের সাজে সাংসদ পার্থ ভৌমিক।

শ্রী রামকৃষ্ণের সাজে সাংসদ পার্থ ভৌমিক। ছবি: সংগৃহীত।

শুটিংয়ের আগে সংযম পালন থেকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পরের অভিজ্ঞতা— সবিস্তার জানালেন পার্থ।

“আমি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। শ্রীরামকৃষ্ণ দেব আমার বুকে। তাই চরিত্রের জন্য বেশি পড়াশোনা করতে হয়নি।” কিন্তু শুটিংয়ের আগে টানা এক মাস তিনি সংযম পালন করেছেন নিরামিষ খেয়ে। পার্থর কথায়, “এ টুকু না করলে এই চরিত্রে অভিনয় করা যায় না। শুটিংয়ের আগে এক ঘণ্টা একা ঘরে বসে থাকতাম মনঃসংযোগের জন্য।” রূপটান নেওয়ার পরেই অনুভব করতেন, তাঁর উপরে কেউ যেন ভর করেছেন! “কেউ যেন আমার সত্তা গ্রাস করে নিতেন। আমায় দিয়ে অভিনয় করিয়ে নিতেন। কেমন ঘোরের মধ্যে চলে যেতাম”, নিজের উপলব্ধি এ ভাবেই ব্যক্ত করেছেন তিনি। শাসক দলের সাংসদের মতে, বুদ্ধিতে এর ব্যাখ্যা মেলে না।

Partha Bhowmick Shri Ramkrishna Subhashree Ganguly Noti Binodini Laho Gouranger Naam Re Srijit Mukherji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy