২০২০ সালে প্রয়াত হয়েছিলেন ইরফান খান। তার আগে দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি। তাঁর চলে যাওয়া আজও চলচ্চিত্রপ্রেমীরা মেনে নিতে পারেন না। তাঁদের আশা, তিনি জীবিত থাকলে, মনে রাখার মতো আরও কিছু ছবি করতেন। ৭ জানুয়ারি ফের ইরফানের স্মৃতিতে ডুব দিলেন অনুরাগীরা। কারণ তাঁর ৬০তম জন্মদিন।
প্রায়ই বাবার স্মৃতিতে ডুব দেন পুত্র বাবিল খান। ইতিমধ্যেই তিনি অভিনয়ে মুগ্ধ করেছেন। স্ত্রী সুতপা সিকদারও প্রায়ই সাক্ষাৎকারে ইরফানের কথা বলেন। স্ত্রী ও পুত্রের জন্য বহু সুখস্মৃতি রেখে গিয়েছেন ইরফান। পরিবারের জন্য কত সম্পত্তি রেখে গিয়েছেন তিনি?
আরও পড়ুন:
মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ইরফান। কিন্তু তাঁর মৃত্যুর পরে কোনও আর্থিক সমস্যায় পড়তে হয়নি পরিবারকে। জানা যায়, ৩২১ কোটি টাকার সম্পত্তি স্ত্রী ও পুত্রের জন্য রেখে গিয়েছিলেন তিনি। এই পরিমাণ সম্পত্তি ছাড়াও মুম্বইয়ে এক বিলাসবহুল বাড়ি রয়েছে ইরফানের। মধ দ্বীপেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়াও ইরফানের কাছে ছিল টয়োটা, মাসেরাটি, অডি ও বিএমডব্লিউ-র মতো নামী সংস্থার বেশ কিছু গাড়ি। পরিবার যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়ে, তার সমস্ত রকমের ব্যবস্থা করে গিয়েছিলেন ইরফান।
এক সাক্ষাৎকারে ইরফানের স্ত্রী সুতপা জানিয়েছিলেন, মহারাষ্ট্রে একটি খামারবাড়িতে আমের চাষ করতে চেয়েছিলেন অভিনেতা। ‘আধুনিক কৃষক’ হতে চেয়েছিলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে ফলের বাগান কেনারও পরিকল্পনা ছিল অভিনেতার। জয়পুরে অভিনয় প্রশিক্ষণ স্কুলও শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারেননি অভিনেতা।