Advertisement
০৫ মে ২০২৪
Entertainment News

জীবনের প্রথম বিজ্ঞাপনে কী ভাবে সুযোগ পেয়েছিলেন সলমন?

সাদা রঙের স্পিড বোটে অল্পবয়সী ছেলেমেয়েদের হুল্লোড়। মুখে নরম পানীয়, ঠোঁটে গান সঙ্গে স্কুবা ডাইভিং। কিন্তু এত কিছুর মধ্যেও কি লক্ষ্য করেছিলেন আপনার প্রিয় সুপারস্টারকে?

প্রথম বিজ্ঞাপনে সলমন। ছবি: ইউটিউবের সৌজন্যে

প্রথম বিজ্ঞাপনে সলমন। ছবি: ইউটিউবের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১১:০১
Share: Save:

সাদা রঙের স্পিড বোটে অল্পবয়সী ছেলেমেয়েদের হুল্লোড়। মুখে নরম পানীয়, ঠোঁটে গান সঙ্গে স্কুবা ডাইভিং। কিন্তু এত কিছুর মধ্যেও কি লক্ষ্য করেছিলেন আপনার প্রিয় সুপারস্টারকে?

তখন সলমন মাত্র ১৬। রোগা চেহারায় জিন্স আর টি-শার্টে এই বিজ্ঞাপনের মাধ্যমেই প্রথম টিভির পর্দায় এসেছিলেন সল্লু ভাই। কিন্তু কী ভাবে এই বিজ্ঞাপনে কাজ পেয়েছিলেন তিনি? খুব সহজেই আপনার মনে হতে পারে সেলিম খানের ছেলে হওয়ায় ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন সলমন। তাই অভিনয়ে পা দেওয়া তাঁর কাছে ছিল নিতান্তই সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: ৩২ বছরের এক ছেলের ‘মা’ অপরাজিতা!

দেখুন সেই ভিডিও

আসল কারণটা কিন্তু ছিল অনেকটাই আলাদা। স্টার কিড হওয়ার জন্য নয়, ভাল স্কুবা ডাইভ জানতেন বলেই এই বিজ্ঞাপনটি পকেটস্থ করেছিলেন সলমন। আসলে সেই সময় বিজ্ঞাপনটির পরিচালক কৈলাশ সুরেন্দ্রনাথ একজন ভাল সাঁতারুর খোঁজে ছিলেন। কারণ বিজ্ঞাপনটিতে বেশ খানিকটা অংশ জুড়ে ডুব সাঁতার দেখানো হয়েছে। আন্দামানে চলছিল বিজ্ঞাপনটির শুটিং।

এই সময়ই কৈলাসের গার্লফ্রেন্ড আরতি সলমনের খোঁজ পান। আরতির বাবার বন্ধু ছিলেন সেলিম খান। আরতিও ওই বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন। তবে সলমনের বয়স কম হওয়ায় প্রথমে তাঁকে নিতে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন পরিচালক। কিন্তু সলমনের স্কুবা ডাইভ দেখার পর আরতি কৈলাসকে বলেছিলেন সলমনই পারফেক্ট। তবু সলমনের লুক নিয়ে খুঁতখুঁত করছিলেন পরিচালক। পরিচালকের সমস্ত দ্বিধা কেটেছিল সলমন জামা খোলার‌ পর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salman Khan TV Commercial Advertisement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE