জীবনে শক্তিশালী হয়ে ওঠার পিছনে কাজ করেছে সিলভেস্টার স্ট্যালোনের প্রেরণা— খোলাখুলি স্বীকার করলেন হৃতিক রোশন। ৪১ বছরের সুপারস্টার সেই প্রজন্মেরই প্রতিনিধি, যারা বড় হয়ে উঠেছে ‘রকি’-‘র্যাম্বো’-র ছত্রছায়ায়। গত ৬ জুলাই স্ট্যালোনের জন্মদিনে আইডলকে উইশ করলেন ‘কৃশ’, শুভেচ্ছা-বার্তায় জানালেন তাঁর কৃতজ্ঞতা।
এই মুহূর্তে হৃতিক ব্যস্ত রয়েছেন আর এক ‘স্ট্রং’ চরিত্রে। আশুতোষ গোয়ারিকরের অ্যাডভেঞ্চার-রোমান্স এপিক ‘মহেঞ্জো দড়ো’-র শুটিং চলছে পুরোদমে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। এটা পূজার প্রথম ছবি। এ আর রহমানের সুরে ‘মহেঞ্জো দড়ো’ মুক্তি পাবে ২০১৬-এর অগস্টে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy