‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট হারিয়ে নাকি আত্মহত্যা করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল। এমন গুজবেই সরগরম ছিল বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রি। এই গুজবকে স্রেফ উড়িয়ে দিয়ে এভ্রিল। বলেন, ‘‘এসব গুজব। আমি এখনও বেঁচে আছি। সুন্দরভাবে বেঁচে থাকতে চাই।’’
আরও পড়ুন, প্যান্ট খুলে নেব, বিমানবন্দরে হুমকি উদিত-পুত্র আদিত্যের
আরও পড়ুন, কঙ্গনার ‘বুড়ো কাকা’ হৃতিক!
এভ্রিলের জানিয়েছেন, তিনি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নন। ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে চান তিনি। নতুন মিস ওয়ার্ল্ড জেসিয়া সম্পর্কে এভ্রিল বলেন, ‘‘বিচারকরা জেসিয়াকেতাঁর যোগ্যতা দেখেই নির্বাচন করেছেন। আর এ বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না।’’ ভবিষ্যৎ বাল্যবিবাহ বন্ধ করার কাজ করতে চান বলেও ইচ্ছেপ্রকাশ করেছেন এভ্রিল। তাঁর কথায়, ‘‘আপাতত ফান্ড খোলার চেষ্টা করছি। এই ফান্ড থেকে বাল্যবিবাহের শিকার মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা হবে। মিডিয়াতে কাজ করে আমি যে পারিশ্রমিক পাব সেটা দিয়ে ফান্ড করব।’’
দেখুন কী বলছেন জান্নাতুল নাঈম এভ্রিল