Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘বিল’ ও ‘দিল’-এর সামঞ্জস্য

পরপর ছবি করে আদিল এ বার মন দিতে চান নিজের প্রথম প্রেম থিয়েটারের দিকে।

আদিল

আদিল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০৭:১০
Share: Save:

কখনও বড় চরিত্রে অভিনয় করলেও আবার অনেক ছবিতে ছোট ভূমিকাতেও দেখা গিয়েছে আদিল হুসেনকে। যেমন ‘আইয়ারি’ বা ‘টু পয়েন্ট ও’তে আদিলের চরিত্র বেশ ছোট। সেই তুলনায় ‘মুক্তি ভবন’-এ তিনি রয়েছেন অনেকটা জায়গা জুড়ে।

এ প্রসঙ্গে আদিলকে প্রশ্ন করা হলে তিনি অবলীলায় বলেছেন, ‘‘ছোট চরিত্রগুলো করি নিজের বিল মেটানোর জন্য। আর যে ছবিগুলো থেকে ভাল টাকা আসবে না, সেগুলো তো আমার দিল মানে ভিতরের খিদে মেটানোর জন্য।’’ পরপর ছবি করে আদিল এ বার মন দিতে চান নিজের প্রথম প্রেম থিয়েটারের দিকে।

দীর্ঘ সময় ধরে আদিল নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজেই বলেছেন, ‘‘২০১২ সালের আগে পর্যন্ত নিজেকে প্রমাণ করার চেষ্টা করতাম। আসলে খাদের কিনারা থেকে ঝাঁপ দেওয়ার মুহূর্তে দুটো সম্ভাবনাই প্রবল হয়ে ওঠে। হয় ডানা মেলে উড়ে যাব, নয়তো খাদে প়ড়ে মরে যাব। তার পর যখন অভিনয়ের প্রতি সৎ হওয়ার চেষ্টা করলাম, সব ভয় উড়ে গেল।’’

আদিলের ‘আইয়ারি’, ‘টু পয়েন্ট ও’, ‘লভ, সোনিয়া’র মতো ছবি মুক্তির অপেক্ষায়। দেব মেধেকরের ‘বায়োস্কোপওয়ালা’তেও দেখা যাবে আদিলকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র আধুনিক সংস্করণ এটি। ‘‘আমি মিনির বাবার চরিত্রে অভিনয় করব। সেটি আলোকচিত্রী প্রবুদ্ধ দাশগপ্তের একটি চরিত্রের দ্বারা অনুপ্রাণিত,’’ বললেন আদিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE