Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Entertainment News

‘এ বার হয়তো নাম বদলে গায়ত্রী বা ভগবতী রাখতে হবে’

হতে পারে বাবা-মা তাঁর নাম রেখেছিলেন হেজেল। কিন্তু এখন যা পরিস্থিতি, সেই পিতৃদত্ত নাম বদলে হয়তো গায়ত্রী বা ভগবতী রাখতে হবে। এমনটাই মনে করছেন যুবরাজ সিংহের বাগদত্তা তথা বলি অভিনেত্রী হেজেল কিচ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৯
Share: Save:

হতে পারে বাবা-মা তাঁর নাম রেখেছিলেন হেজেল। কিন্তু এখন যা পরিস্থিতি, সেই পিতৃদত্ত নাম বদলে হয়তো গায়ত্রী বা ভগবতী রাখতে হবে। এমনটাই মনে করছেন যুবরাজ সিংহের বাগদত্তা তথা বলি অভিনেত্রী হেজেল কিচ।

দিন কয়েক আগে হেজেলকে অদ্ভুত এক বিড়ম্বনার শিকার হতে হয়েছিল। এক আন্তর্জাতিক অর্থ সংস্থার সঙ্গে যুক্ত এক জনের বিরুদ্ধে টুইটারে বলিউড অভিনেত্রী দাবি করেন যে, তাঁর নামে যথেষ্ট হিন্দুত্বের ছাপ না থাকায় তাঁর টাকা ট্রান্সফার করতে অস্বীকার করেছে ওই সংস্থা। অভিযোগ করেন, জাতিগত বিদ্বেষের শিকার হয়েছেন তিনি।

হেজেলের কথায়, ‘‘আমি খুব রেগে গিয়েছিলাম। ভারতীয়দের তো পাসপোর্ট দেখাতে হয় না। শুধু প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখালেই হয়। কিন্তু ওঁরা আমার সে সব ডকুমেন্ট দেখেননি। বরং হাসছিলেন। আমার তো মনে হয় এ বার নামটা বদলে গায়ত্রী বা ভগবতী রাখতে হবে।’’

এই ঘটনার পর বাগদত্তা হেজেলের হয়ে ব্যাট ধরেছেন যুবরাজও। তিনি টুইট করেন, ‘স্তম্ভিত হয়ে গিয়েছি শুনে। আমরা সবাই মানুষ, এটা কি ওই সংস্থার কাছে যথেষ্ট হচ্ছে না? এ রকম বিদ্বেষমূলক আচরণ সহ্য করা হবে না। আশা করব, যে ভদ্রলোক এটা করেছেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ পরে ওই সংস্থা অবশ্য ক্ষমা চেয়ে নেয়।

আরও পড়ুন, ক্যাটরিনার ছবিতে অন্তর্বাস নিয়ে আপত্তি সেন্সরের!

অন্য বিষয়গুলি:

Hazel Keech Yuvraj Singh Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE