Advertisement
E-Paper

আমি সিরাজের চরিত্রে অডিশন দিতে চাই, জানালেন আদৃত

পরের দিনই জানতে পারেন, তিনি সিলেক্টে়ড। ইন্ডাস্ট্রির দরজাও খুলে যায়। তবে অভিনয়ের সঙ্গে তাঁর সংযোগ ছোটবেলা থেকেই।

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২০
আদৃত

আদৃত

এই মুহূর্তে বলা হচ্ছে, তিনিই টলিউডের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা। তাঁর প্রথম ছবি ‘নূর জাহান’ মুক্তি পেতে চলেছে সামনেই। তার পরই শুরু করছেন ‘প্রেম আমার টু’র শুটিং। তবে আদৃতের কেরিয়ার শুরুর গল্পটা বেশ অদ্ভুত। ছবির প্রযোজক রাজ চক্রবর্তীর সহকারীর ফোনটা হঠাৎই পেয়েছিলেন তিনি। তার পর অডিশন দিতে গিয়েছিলেন।

পরের দিনই জানতে পারেন, তিনি সিলেক্টেড। ইন্ডাস্ট্রির দরজাও খুলে যায়। তবে অভিনয়ের সঙ্গে তাঁর সংযোগ ছোটবেলা থেকেই। আদৃত জানালেন, ‘‘লা মার্টিনিয়ার ফর বয়েজ-এ পড়ার সময় থেকেই অভিনয় করি। স্কুলে প্রচুর নাটক করেছি। অভিনয়ের পাশাপাশি গান জানার সুবাদে মিউজিক্যালেও ভাল চরিত্র পেতাম। পরে বেঙ্গল ক্লাবের থিয়েটার গ্রুপের পাশাপাশি মুম্বইয়ে পৃথ্বী থিয়েটারেও কাজ করেছি। মকরন্দ দেশপাণ্ডের ওয়র্কশপও অ্যাটেন্ড করেছি।’’

আদৃতের বাবা ও পিসি বাড়িতে গানের চর্চা করতেন। সেই সুবাদে গান-বাজনার সঙ্গেও ছোট থেকেই যুক্ত তিনি। আগামী ছবি ‘প্রেম আমার টু’-তে প্লেব্যাক করছেন আদৃত। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবারকে পাশে পেয়েছেন? ‘‘আমার বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদে কর্মরত। অন্য দিকে মা একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। স্বভাবতই বাবা-মা চেয়েছিলেন আমি যেন পড়াশোনাটা ভাল ভাবে করি। গ্র্যাজুয়েশনের পরে তো স্পেশ্যালাইজেশনও কমপ্লিট করেছি। তাই পরিবারের কোনও অভিযোগ নেই আমার বিরুদ্ধে। বাবা-মা জানতেনও যে, আমি প্রথাগত পথে হাঁটতে পারব না।’’

ফিটনেস নিয়েও বেশ অবসেসড আদৃত। সেই সুবাদে জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টস চর্চা করেন তিনি। এমনকী ভোরবেলা শুটিং থাকলে রাত সাড়ে তিনটেয় ওয়র্কআউট শুরু করে দেন! একটা সময়ে রোয়িংয়ে ভারতেরও প্রতিনিধিত্ব করেছেন এই অভিনেতা। শুরু করেছেন হর্স রাইডিংয়ের অনুশীলনও। তা হলে কি আদৃত ‘সিরাজ উদ-দৌল্লা’ ছবিতে নামভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন? মুচকি হেসে জবাব দিলেন, ‘‘হর্স রাইডিংয়ের সঙ্গে সিরাজের প্রস্তুতির কোনও সম্পর্ক নেই। তবে আমি চরিত্রটার জন্য অডিশন অবশ্যই দিতে চাই। ছবিটায় রাজদার সহকারী হিসেবেও কাজ করছি।’’ ইন্ডাস্ট্রিতে নিজের মেন্টর মানেন রাজ চক্রবর্তীকে। ‘‘রাজদা আমাকে প্রথম থেকেই নিজের ছেলের মতো ভালবাসে। হি ইজ মাই গডফাদার।’’ কথাটা যে কতটা সত্যি তা দেখা গেল আনন্দ প্লাসের ফোটোশুটেও। সেখানে আদৃতকে পোজও দেখিয়ে দিলেন রাজ। তবে কি আদৃতের মধ্যেই ভবিষ্যতের তারকা খুঁজে পেলেন রাজ?

Adritya Roy Noor Jahaan Raj Chakraborty আদৃত রায় নূর জাহান Siraj ud-Daulah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy