ইদানিং বার বার কোমর থেকে প্যান্ট টেনে ওপরে তুলতে হচ্ছে অক্ষয় কুমারকে। না! রিল নয়, এ ঘটনা রিয়েল লাইফেরই। ভাববেন না এটা কোনও ফিল্মের অংশ।
কিন্তু কেন? বাস্তবে অক্ষয়ের এই দশা কী ভাবে হল? সে রহস্যই ফাঁস করলেন ‘রুস্তম’-এ অক্ষয়ের কো-অ্যাক্টর ইলিয়ানা ডি’ক্রুজ।
বিষয়টা ঠিক কী?