দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন অশীতিপর এক বৃদ্ধা। তাঁর হাতে ছিল টাকাভর্তি ব্যাগ। দূর থেকে সেই ব্যাগটি লক্ষ করেছিল এক চোর। ব্যাগটি হাতানোর সুযোগ খুঁজছিল সে। বৃদ্ধাকে ফাঁকি দিয়ে সুযোগ বুঝে সেই ব্যাগটি চুরি করে দৌড় দিল চোরটি। চোখের সামনে বৃদ্ধার ব্যাগ চুরি হতে দেখে চোরের পিছনে ছুটলেন এক ক্রেতা। দোকানের বাইরে বেরিয়ে চোরকে ধরাশায়ী করলেন তরুণ ক্রেতা। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হলেও চোরের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করলেন তরুণ। পুলিশের কাছে সাহসিকতার জন্য পুরস্কারও পেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রিস্টোরিং ইয়োর ফেথ ইন হিউম্যানিটি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যাগ নিয়ে দোকান থেকে পালাচ্ছে এক চোর। তার পিছনে দৌড়োচ্ছেন এক তরুণ। দোকান থেকে চোরের পিছনে দৌড়তে দেখা যায় তাঁকে। চোরকে পিছন থেকে পাকড়াও করে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ। চোরের সঙ্গে হাতাহাতিও শুরু হয় তাঁর। শেষ পর্যন্ত ব্যাগটি উদ্ধার করে চোরকে উত্তম-মধ্যম দিতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরাও।
সম্প্রতি এই ঘটনাটি আমেরিকার ওহিয়োতে ঘটেছে। সেই তরুণের নাম ডেশন প্রেসলি। দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। সেখানে এক অশীতিপর বৃদ্ধা ক্রেতার ব্যাগ চুরি করে পালাচ্ছিল এক চোর। তা নজরে পড়তেই চোরটিকে পাকড়াও করে বৃদ্ধার ব্যাগ উদ্ধার করেন ডেশন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই চোরটিকে গ্রেফতার করে। ডেশনের সাহসিকতার জন্য ‘সেরা নাগরিক’-এর শংসাপত্র দিয়ে তাঁকে পুরস্কৃত করে স্থানীয় পুলিশ।