সোহিনী সরকারের পায়ের তলায় সর্ষে। গত দু’বছর ধরে জন্মদিনে তিনি কলকাতার বাইরে। গত বছরে ছিলেন মুর্শিদাবাদে। এ বছরে পুদুচেরিতে। সেখানেই ১ অক্টোবর সকাল সকাল অনুরাগীদের সঙ্গে দেখা করতে লাইভে এসেছিলেন অভিনেত্রী। তখনই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্ন, ‘‘রণজয়ের থেকে জন্মদিনে কী উপহার পেলি, সেটাই আগে বল।’’ প্রশ্ন শুনেই লাল আভা ছড়িয়ে পড়েছে ‘সত্যবতী’ সোহিনীর চোখে-মুখে। লাজুক কণ্ঠে মৃদু ধমক দিলেন অভিনেতা বন্ধুকে, ‘‘কী যে করো জয়জিৎদা! এ সব কি লাইভে বলতে আছে? পরে তোমায় হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব।’’
নিজের শহর ছেড়ে, প্রেমিক রণজয়, জন্মদিনের উদযাপন ছেড়ে কেন পুদুচেরিতে সোহিনী? ফোনে তিনি অধরা। লাইভে সেই জবাব দিয়েছেন। বলেছেন, ‘‘হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘শ্রীকান্ত’র বাকি কাজ শেষ করতেই সমুদ্রে ঘেরা শহরে তিনি।’’ তবে কলকাতায় নেই বলে উদ্যাপন কিন্তু বাদ যায়নি। অভিনেত্রী খুব ফুল ভালবাসেন। আর পুদুচেরিতে প্রচুর বেলফুল পাওয়া যায়। সেই ফুল দিয়ে ছবির অভিনেতা, কলাকুশলীরা সেট সাজিয়েছিলেন। তার পর ঘড়ির কাঁটা বারোটায় পৌঁছতেই কেক কেটে জন্মদিন পালন। বিশেষ দিনের সকালে সোহিনী সেজেছিলেন খুব সুন্দর ভাবে। লাল শাড়ির সঙ্গে হাতকাটা ডিজাইনার ব্লাউজ। খোলা চুল, লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল। তাঁর সেই সাজ দেখে এক অনুরাগীর দাবি, ‘‘এই আকর্ষণেই সোহিনীকে দেখলে আমার হাত আর চোখ আটকে যায়। আর অন্য কিছু দেখতে পারি না!’’