পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা ধ্বংস করেছে জইশ-ই –মহম্মদের জঙ্গি ঘাঁটি। সীমান্তে তীব্র উত্তেজনা। পাক শিল্পীদের এ দেশে অনুষ্ঠান করার বিরুদ্ধে সুর চড়িয়েছেন একাধিক বলি তারকা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরা খান।
মাহিরা স্পষ্ট বলেছেন, “যুদ্ধের থেকে খারাপ আর কিছু হয় না। যুদ্ধের জিগির তোলার থেকে খারাপ কিছু নেই।… পাকিস্তান জিন্দাবাদ।’
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি তথা লেখিকা ফতিমা ভুট্টো গতকালের ঘটনা নিয়ে টুইট করে। তারই প্রত্যুত্তরে এই টুইট করেছেন মাহিরা। বলিউডি ছবি ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন মাহিরা। আবার রণবীর কপূরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়েও এক সময় জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে।