মালেশিয়ায় অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ভারতীয়ের পুরহিতের। ওই অভিনেত্রীও ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। মালেশিয়ার এক মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেছেন বলে দাবি মহিলার।
জানা গিয়েছে, ঘটনা গত জুন মাসের। স্থানীয় মারিয়াম্মান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মালেশিয়ান ওই অভিনেত্রী। ভাল ভাবে পুজো দেওয়ার পর তিনি পুরোহিতের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তখনই ঘটে অনভিপ্রেত ঘটনাটি। বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ জানাতে চাইলেও পারেননি, এমনই অভিযোগ অভিনেত্রীর। তার পরই তিনি সমাজমাধ্যমে গোটা ঘটনাটি জানিয়েছেন।
আরও পড়ুন:
অভিনেত্রী জানিয়েছেন, তিনি যে খুব আধ্যাত্মিক, তেমনটা নয়। তবে পুজো দিতে গিয়েছিলেন মন্দিরে। সেখানেই দায়িত্বপ্রাপ্ত থাকে ভারতীয় পুরোহিত আশীর্বাদ হিসাবে ভারত থেকে আনা পবিত্র জল ছোঁয়ানোর সময় তাঁকে এমন ভাবে স্পর্শ করেছেন যা হেনস্থারই নামান্তর।
অভিনেত্রী ইনস্টাগ্রামে দাবি করেছেন, “ওই পুরোহিত ভারতের পবিত্র জল ছুঁইয়ে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন। পুলিশে অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু উল্টে পুলিশ আধিকারিক ঘটনাটি প্রকাশ্যে না আনার জন্য সতর্ক করে দেন।” উপায়ান্তর না দেখে জুন মাসে ঘটে যাওয়া এই ঘটনা তিনি তুলে ধরেছেন ইনস্টাগ্রাম পোস্টে।
জানা গিয়েছে, ওই মহিলা পেশায় মডেল। অভিনয় এবং টেলিভিশন উপস্থাপনাও করে থাকেন। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন সেরার শিরোপা। তবে মডেল হিসাবে কর্মজীবন শুরু করার আগে তিনি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন।