Advertisement
E-Paper

আড়ম্বরে ঘাটতি নেই

অম্বানী পরিবারের আরও একটি জাঁকজমকপূর্ণ বিয়ের সাক্ষী হতে চলেছে দেশবাসীঅম্বানী পরিবারের আরও একটি জাঁকজমকপূর্ণ বিয়ের সাক্ষী হতে চলেছে দেশবাসী

ভাই, বোন, মা ও হবু স্ত্রী শ্লোকের সঙ্গে আকাশ

ভাই, বোন, মা ও হবু স্ত্রী শ্লোকের সঙ্গে আকাশ

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share
Save

মেয়ের পরে ছেলের বিয়ে বলে কথা! আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা অম্বানীর বড় ছেলে আকাশ ও রাসেল মেহতার কন্যা শ্লোক। এই মেগা ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার থেকে। ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, প্রি-ওয়েডিং সেলিব্রেশনের জন্য সুইৎজ়ারল্যান্ডের সেন্ট মরিজ়ে আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অম্বানী দম্পতি। যেখানে কর্ণ জোহর, রণবীর কপূর, আলিয়া ভট্ট প্রমুখের উপস্থিতির কথা শোনা যাচ্ছে।

গত ১৩ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে হয়েছিল ইশা অম্বানী ও আনন্দ পিরামলের। সেই আড়ম্বর এখনও দেশবাসী ভুলতে পারেননি। শোনা যায়, মেয়ের বিয়েতে ১১০ কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ। ছেলের বিয়ের জাঁকজমক তা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার।

তবে পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপরে জঙ্গিহানার পরে শোকজ্ঞাপনের প্রতীক হিসেবে বিলাসবহুল আয়োজনে কাটছাঁট করেছেন দেশের অনেক ধনকুবের। যেমন, এই বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। সেই অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে নিহত সেনাদের পরিবারকে। এমন পরিস্থিতিতে অম্বানীদের চেনা জাঁকজমকের চাকচিক্য ঘিরে প্রশ্ন উঠছে অনেকের মনে। যদিও তাঁরা ঘোষণা করেছেন, শহিদদের সন্তানদের পড়াশোনা ও জীবিকার দায়িত্ব নেবে রিলায়্যান্স ফাউন্ডেশন।

কিন্তু দেশের কোটিপতি শিল্পপতিদের মধ্যে এমনও আছেন, যাঁরা কোনও রকম বাহুল্য ছাড়াই সন্তানের বিয়ে দিয়েছেন। যেমন, আজ়িম প্রেমজি। তিনি বড় ছেলে রিশাদের বিয়েতে নিমন্ত্রণ করেননি এক জন সেলেব্রিটিকেও। বিয়ে-রিসেপশন সবই হয়েছিল একেবারে পারিবারিক গণ্ডির মধ্যে। অথচ ছেলের বিয়ের সময়ে বিশ্বে ধনী ভারতীয়ের মধ্যে তালিকায় দ্বিতীয় ছিলেন আজ়িম প্রেমজি।

আনন্দ ও শ্লোকের বিয়ে হবে মুম্বইয়ে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ে ঘিরেও চলবে তিন দিনের অনুষ্ঠান। প্রত্যাশিত, তারকার মেলা বসবে এ বারেও।

Mukesh Ambani Akash Ambani Nita Amabani Wedding

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}