Advertisement
E-Paper

নববর্ষের ভিড়ে নয়, পিছোচ্ছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’-র মুক্তি! কবে আসছে মিঠুনের নতুন ছবি?

বাংলা নববর্ষে বড় পর্দায় দর্শকের সামনে আসার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:১৭
Industry sources revealed that Bengali film Shreeman Vs Shreemati release starring Mithun Chakraborty will get postpone

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির একটি দৃশ্যে (বাঁ দিক থেকে) অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু। ছবি: সংগৃহীত।

বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এর আগে জানা গিয়েছিল, তালিকায় থাকছে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। বাংলা নতুন বছরকে কেন্দ্র করে ফের বক্স অফিসে লক্ষ্মীলাভের আশায় হলমালিকেরা। কিন্তু শোনা যাচ্ছে, পরিচালক পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে।

সম্প্রতি, ছবির কলাকুশলীদের সঙ্গে রং খেলে এই ছবির প্রচার শুরু করেছিলেন মিঠুন। তার পরেও ছবির মুক্তি কেন পিছিয়ে যাচ্ছে? টলিপাড়ার এক সূত্রের দাবি, ভিড়ের মাঝে তাঁর ছবিকে নিয়ে আসতে চাইছেন না পথিকৃৎ। চলতি মাসের শেষে মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। এপ্রিলের শুরুতে মুক্তি পাবে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। ফলে নববর্ষের সময় বাংলা ছবির শো পেতে সমস্যা হতে পারে। মিঠুনের ছবি নিয়ে এ বারে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ নির্মাতারা। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, মিঠুনের ছবিকে যোগ্য সম্মান প্রদর্শন করতে চাইছেন নির্মাতারা। তাই কোনও রকম ‘প্রতিযোগিতা’ বা তাড়াহুড়ো করতে নারাজ তারা।

গত বছর পুজোর সময় মুক্তি পায় পথিকৃৎ পরিচালিত ছবি ‘শাস্ত্রী’। এ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। পুজোর ভিড়ে পর্যাপ্ত প্রদর্শন সময় না পাওয়ার জন্য নিজের হতাশা প্রকাশ করেছিলেন পথিকৃৎ। এ বারেও তিনি তাঁর ছবিকে কোনও রকম ঝুঁকির দিকে ঠেলে দিতে চাইছেন না। প্রসঙ্গত, অন্য ছবিগুলোর তুলনায় পথিকৃৎ অনেক আগেই ঘোষণা করেছিলেন যে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ নববর্ষে মুক্তি পাবে। কিন্তু একই সময়ে ছবির ভিড় বাড়তে থাকায়, আপাতত নির্মাতারা তাঁদের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ আগামী ১ মে মুক্তি পাবে। খুব শীঘ্রই নির্মাতারা এই প্রসঙ্গে ঘোষণা করবেন।

Mithun Chakraborty New Bengali Film Pathikrit Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy