Advertisement
E-Paper

ইমতিয়াজ়ের সঙ্গে কথোপকথনে সুজয়প্রসাদ, শিল্পীদের নিয়ে জল্পনা, তাঁরা কি একসঙ্গে কাজ করবেন?

সম্প্রতি পরিচালক ইমতিয়াজ় আলির সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের দেখা হয়। সিনেমা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁরা কথা বলেছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:২৫
Sujoy Prasad Chatterjee shares his experience meeting Bollywood director Imtiaz Ali

পরিচালক ইমতিয়াজ় আলির (বাঁ দিকে) সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বলিউড পরিচালক ইমতিয়াজ় আলির সঙ্গে শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই অনুরাগীদের জল্পনা, দু’জনে একসঙ্গে কাজ করতে চলেছেন। এই মুহূর্তে সুজয়প্রসাদ একটি চলচ্চিত্র উৎসব উপলক্ষে দিল্লিতে রয়েছেন। এই খবর কি সত্য, জানতে আনন্দবাজার ডট কমের তরফে সুজয়প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

দিল্লির ওই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে বেশ কয়েকটি বাংলা ছবি, যার মধ্যে সুজয়প্রসাদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘হোম’ রয়েছে। উৎসবেই প্রদর্শিত হয়েছে হিন্দি অ্যান্থোলজি ছবি ‘মাই মেলবোর্ন’। এই ছবির চার পরিচালক— কবির খান, ওনির, রিমা দাস এবং ইমতিয়াজ় আলি। সুজয়প্রসাদ জানালেন, চলচ্চিত্র উৎসবেই তাঁর সঙ্গে ইমতিয়াজ়ের দেখা হয়েছে। দু’জনের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছে। সুজয়প্রসাদ বললেন, ‘‘কখনও সুযোগ হলে কাজ করতেই পারি। আমি আসলে ওঁর তৈরি ছবি কী ভাবে আমাকে মনকে সারিয়ে তুলেছে, সেটাই জানিয়েছি।’’

ইমতিয়াজ় সুজয়প্রসাদের পছন্দের পরিচালক। সেখানে পরিচালকের ‘তমাশা’ ছবিটি এক সময় সুজয়প্রসাদের মানসিক ক্ষত নিরাময় করতে সাহায্য করে বলেই জানালেন শিল্পী। তাঁর কথায়, ‘‘রোম্যান্টিক একটা সম্পর্ক থেকে কী ভাবে বৃহত্তর মানবিক সম্পর্কের দিকে আমরা এগোই, সেটা এই ছবিটা থেকে আমি শিখেছি।’’

কলকাতা ইমতিয়াজ়ের প্রিয় শহরগুলির মধ্যে অন্যতম, জানালেন সুয়জপ্রসাদ। তাঁর ছবির প্রদর্শনের বাইরেও সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে ইমতিয়াজ়ের সঙ্গে কথা বলেছেন সুজয়প্রসাদ। বললেন, ‘‘একটা চিত্রনাট্য লিখতে তিনি অনেকটা সময় নেন। কিন্তু সেই সময়ে আনুষঙ্গিক সমাজের পরিবর্তনও ইমতিয়াজ় চেষ্টা করেন চিত্রনাট্যে রাখতে।’’ আপাতত চলচ্চিত্র উৎসবের পর উত্তর ভারতে কয়েক দিন সময় কাটাবেন সুজয়প্রসাদ। কলকাতায় ফিরে নতুন কাজের প্রস্তুতি শুরু করবেন তিনি।

Imtiaz Ali Sujoy Prasad Chatterjee Bollywood Director
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy