Advertisement
E-Paper

বিয়ের পিঁড়ি আর ১০ নায়িকা

মিমি-রাজের সম্পর্ক ভেঙে যাওয়া টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে এমন চমকে দিয়েছে যে যাবতীয় বন্ধনের বিশ্বাস নো নেটওয়ার্ক জোনে। ইন্দ্রনীল রায় খতিয়ে দেখলেন নায়িকাদের কে কে ডেঞ্জার জোনে? মিমি-রাজের সম্পর্ক ভেঙে যাওয়া টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে এমন চমকে দিয়েছে যে যাবতীয় বন্ধনের বিশ্বাস নো নেটওয়ার্ক জোনে। ইন্দ্রনীল রায় খতিয়ে দেখলেন নায়িকাদের কে কে ডেঞ্জার জোনে?

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০০:৪৪
নুসরত, পাওলি, শ্রাবন্তী, রাইমা।

নুসরত, পাওলি, শ্রাবন্তী, রাইমা।

পাওলি
• স্ট্যাটাস: কেরিয়ারের তুঙ্গে। নতুন করে কামব্যাক করেছেন টালিগঞ্জের আকাশে। একই সঙ্গে জোরকদমে চলছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যা অভিনেত্রী নিয়ে যেতে চান বিয়ের পিঁড়িতে।

• পাত্র: গুয়াহাটিবাসী ব্যবসায়ী অর্জুন দেব। সচ্ছল ব্যবসায়ী এবং উদার মনের মানুষ। দেশবিদেশে তিনি এবং পাওলি একসঙ্গে নিয়মিত যান।

• সুরক্ষামিটার: প্রতি শুক্রবার যেমন ছবির ভাগ্য অনিশ্চয়তার মধ্যে নির্ধারিত হয়, তেমনই অনিশ্চিত ফিল্ম ইন্ডাস্ট্রির সব সম্পর্ক। পাওলি চান ২০১৭-তে বিয়েটা সেরে ফেলতে। সমস্যা হল তাঁর হালফিলের দুর্ধর্ষ কামব্যাক। যা আগামী বছর তাঁর বিয়েটা সারতে দেয় কি না দেখার।

• পাওলি কী বললেন: সিনেমার শেষে কিন্তু সব সময় ‘দি এন্ড’ লেখা থাকে না। কখনও কখনও বিগিনিংও হয় সেটা। ধোঁয়াশা থাক না...

• আনন্দplus কী বলল: দুগ্গা, দুগ্গা

নুসরত
• স্ট্যাটাস: এই মুহূর্তে টালিগঞ্জে নায়িকার দৌড়ে এক নম্বর ছুঁইছুঁই জায়গা তাঁর। সামনে সৃজিত মুখোপাধ্যায়ের মেগা ছবি রিলিজ। সঙ্গে রয়েছে সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের অনাবিল ব্যাকিং।

• পাত্র: নুসরতের গত পাঁচ বছরের বয়ফ্রেন্ড ভিক। বন্ধুবৎসল, ভীষণ লো প্রোফাইল থাকতে পছন্দ করেন ভিক।

• সুরক্ষামিটার: উ উ উ। এই মুহূর্তে ভিকের সঙ্গে দেখাচ্ছে স্টেডি।

• নুসরত কী বললেন: এখনও অনেক কিছু করা বাকি। সত্যি বলছি, আরও ভাল কাজ করতে চাই। নিজের জন্য নয়, মানুষের জন্যও কিছু করতে চাই। তারপর বিয়ের কথা ভাবব।

• আনন্দplus কী বলল: কাল কেয়া হোগা কিসকো পাতা, আভি জিন্দেগি কা জি লে মজা…


রাজ-মিমির ব্রেক-আপের প্রথম খবর। ২২ অগস্ট আনন্দplus-এ

শ্রাবন্তী

• স্ট্যাটাস: এই মুহূর্তে তাঁর হাতে ছবির সংখ্যা কম। কিন্তু গ্ল্যামার এবং অভিনয় দু’টোই যেহেতু আয়ত্তে, যে কোনও দিন আবার এক নম্বর নায়িকার আসনে বসে পড়তে পারেন।

• পাত্র: শ্রাবন্তীর রেজিস্ট্রি বিয়ে হয়ে গিয়েছে মডেল কিষাণ ভিরাজের সঙ্গে। ফেসবুকে একসঙ্গে প্রচুর ছবি দেন। শ্রাবন্তীর ছেলের সঙ্গেও কিষাণের দারুণ আন্ডারস্ট্যান্ডিং।

• সুরক্ষামিটার: জীবনের সেকেন্ড ইনিংসে সঠিক পদক্ষেপ করার ব্যাপারে সাবধানী শ্রাবন্তী। কিন্তু জীবনে সব কিছু তো নিজের হাতে থাকে না।

• শ্রাবন্তী কী বললেন: আমার তো বিয়ে হয়ে গিয়েছে। এ বার দুর্দান্ত ভাবে কাজ আর সংসারটা ব্যালেন্স করতে চাই।

• আনন্দplus কী বলল: ওয়ান্স বিটেন, টোয়াইস শাই। কনক্লুশনে আসতে, অপেক্ষার কোনও বিকল্প নেই।

রাইমা সেন

• স্ট্যাটাস: ওঁর স্ট্যাটাসের খবর একমাত্র জানতে পারেন ঈশ্বর। তবে গত দু’বছর গভীর প্রেমে পড়েছেন বলে ইন্ডাস্ট্রির আবিষ্কার।

• পাত্র: পাত্র কলকাতার এক হোটেল ব্যবসায়ী। নাম বিক্রম।

• সুরক্ষামিটার: শি হ্যাজ লিভড লাইফ অন হার ওন টার্মস, সুরক্ষাটুরক্ষাকে পাত্তা না দিয়ে।

• রাইমা কী বললেন: আমি কোনও দিন বিয়ে করব না।

• আনন্দplus কী বলল: রাইমা নিয়ে প্রেডিকশন আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসের মতোই অনিশ্চিত। তবে সিনে পণ্ডিতদের মতে বিক্রমের সঙ্গে সম্পর্কে এখনও ব্যাপক মেঘ জমা রয়েছে।


মঙ্গলবার দুপুরে হাওড়ার মলে আবার শ্যুটিং করলেন রাজ চক্রবর্তী। সঙ্গে দুই নারী। শুভশ্রী- সায়ন্তিকা। ছবি: সুব্রত কুমার মণ্ডল।

তনুশ্রী

• স্ট্যাটাস: কেরিয়ারের দিক থেকে এই মুহূর্তে বহু আলোচিত ‘মহানায়ক’ সিরিয়ালের-এর সুপ্রিয়া দেবী। পাশাপাশি বেশ কয়েকটা ছবির কাজ করছেন।

• পাত্র: ব্যবসায়ী রাজকুমার গুপ্ত। গার্লফ্রেন্ডের দিকে তাঁর খেয়াল ষোলো আনা। দুষ্টু লোকেদের কথা মতো কখনও রেস্তোরাঁ খুলে দিচ্ছেন তনুশ্রীকে। কখনও বেড়াতে নিয়ে যাচ্ছেন গোয়া কিংবা সুইৎজারল্যান্ড।

• সুরক্ষামিটার: এই মুহূর্তে স্টেডি সম্পর্ক। তবে বিয়ের ব্যাপারে দু’জনে কখনও কেউ মুখ খোলেননি।

• তনুশ্রী কী বললেন: এক্ষুনি বিয়ে করছি না। এখন কাজই প্রায়োরিটি। তবে রেস্তোরাঁ খুলেছি যখন, বিয়ের মেনুটাও আমাদের দু’জনের বানানো রেস্তোরাঁ থেকেই যাবে।

• আনন্দplus কী বলল: ‘তনু ওয়েডস রাজ’ লেখা কার্ডের অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি। তবে যতক্ষণ না প্রেসে কার্ড যাচ্ছে, সব কিছু ঘোরতর অনিশ্চিত।

শুভশ্রী

• স্ট্যাটাস: এই মুহূর্তে টালিগঞ্জে জোর কামব্যাকের মুখে তিনি। হাতে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। যেখানে তাঁর বিপরীতে দেব। একই সঙ্গে রয়েছে রাজের ছবি, যেখানে তিনি জিতের হিরোইন।

• পাত্র: এই মুহূর্তে পাত্র কেউ নেই। মাঝখানে শোনা যাচ্ছিল, দেবের সঙ্গে আবার তাঁর রোম্যান্স শুরু হয়েছে। কিন্তু দু’জনের কেউ আর পুরনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাননি।

• সুরক্ষামিটার: সিঙ্গল যেহেতু, সুরক্ষা নিয়ে কিছু বলাই উচিত নয়।

• শুভশ্রী কী বললেন: প্রেম করলে কী বয়ফ্রেন্ড থাকলে আমি লুকিয়ে রাখার মেয়ে নই। যদি আবার প্রেম করি, তাহলে ‘খুল্লম খুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’ গানটা গাইতে গাইতে ঘুরব পুরো পৃথিবী।

• আনন্দplus কী বলল: শুভশ্রীর কোনও বয়ফ্রেন্ড নেই বিশ্বাস করা কঠিন। তবে পুরুষবন্ধু কী করে লুকিয়ে রাখতে হয়, সেটা অন্য হিরোইনদের শেখাতে পারেন তিনি।

সোহিনী

• স্ট্যাটাস: অন্য রকম ছবির নায়িকাদের দৌড়ে প্রথম সারিতে। লো প্রোফাইল মেনটেন করেন। থাকেন নিজের জগতে।

• পাত্র: পদস্থ চাকুরিজীবী।

• সুরক্ষামিটার: কয়েক বছরের সম্পর্ক, তবে বিয়ে নিয়ে কোনও দিন মুখ খোলেননি নায়িকা।

• সোহিনী কী বললেন: আমি দেশের ছেলেকেই বিয়ে করব। আমি তো আর বিদেশে শ্যুটিং করতে যাই না...

• আনন্দplus কী বলল: মিডিয়া এবং বিয়ে দু’টোতেই ডেডলাইন খুব জরুরি। সেটা না মানলে সমস্যা।


শুভশ্রী, তনুশ্রী, সোহিনী, সায়ন্তিকা, পায়েল, কৌশানি।

সায়ন্তিকা

• স্ট্যাটাস: বেশ কিছু বড় কমার্শিয়াল ছবি তাঁর হাতে। এ ছাড়াও ইন্ডাস্ট্রিতে থেকেও তাঁর আলাদা জগৎ আছে।

• পাত্র: ফিল্ম ও টেলিভিশন-এর অভিনেতা জয় মুখোপাধ্যায়। মিষ্টি ব্যবহার। কোনও ইগো নেই। তিনি মুখ্যত টেলিভিশন করেন আর তাঁর গার্লফ্রেন্ড সিনেমা। সে নিয়ে কোনও ‘অভিমান’ নেই।

• সুরক্ষামিটার: বহু দিনের সম্পর্ক, অসম্ভব ভাল আন্ডারস্ট্যান্ডিং দু’জনের মধ্যে। একে অপরকে যথেষ্ট স্পেসও দেন।

• সায়ন্তিকা কী বললেন: এখন শুধু কাজ করি। বিয়ে অবশ্যই করব কিছু বছর পর।

• আনন্দplus কী বলল: জিম করার ছবি অনেক হল। বিয়ের পিঁড়িতে ছবির অপেক্ষায় এ বার বন্ধুবান্ধব। যদিও না আঁচালে বিশ্বাস নেই।

পায়েল

• স্ট্যাটাস: পায়েলের আশেপাশে সব সময় তাঁর প্রেমে পড়ার মানুষ ঘুরে বেড়ান। তাঁরা কখনও অভিনেতা। কখনও পরিচালক। কখনও বা দু’-একজন অভিভাবকসুলভ প্রযোজক।

• পাত্র: এই মুহূর্তে পরিচালক আবীর সেনগুপ্ত তাঁর বয়ফ্রেন্ড। দু’জনেই মুম্বইতে থাকেন আর টুইটারে পাত্র, গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে গালমন্দ করেন।

• সুরক্ষামিটার: মুম্বইয়ের লোখন্ডওয়ালাতে এমন প্রেম ভূরিভূরি দেখা যায়। দু’জনের কেউ বড় ব্রেক পেয়ে যাওয়ার পরেই বোঝা যাবে সম্পর্ক কতটা গভীর ছিল। বিয়ে করবেন, এমন খবরও অবশ্য নেই।

• পায়েল কী বললেন: আবীরকেই যে বিয়ে করব, সেটা ভেবে এগোচ্ছি আমি। সব সময় আবীরের পাশে থাকতে চাই। আর কাউকে কিছু প্রমাণ করার নেই।

• আনন্দplus কী বলল: অভিমান করে পায়েলের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়াটা বোধহয় পুরোপুরি সঠিক সিদ্ধান্ত ছিল না। দুষ্টু লোকেরা বলেন কাউকে কিছু প্রমাণ করতেই তাঁর এই নতুন সম্পর্ক। আর বিয়ে? এখনও বিশ বাঁও জলে।

কৌশানি

• স্ট্যাটাস: টালিগঞ্জের নামী উঠতি নায়িকাদের ব্র্যাকেটে। ঠোঁটকাটা বলে বড় হিরোরাও তাঁকে সমঝে চলেন।

• পাত্র: শোনা যায় অভিনেতা বনি সেনগুপ্ত।

• সুরক্ষামিটার: উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে। এ ক্ষেত্রে এমনটা যাতে না হয়, সেটা আশা করছেন কৌশানি-বনির ঘনিষ্ঠ বন্ধুরা।

• কৌশানি কী বললেন: আমার নামের সঙ্গে তিনজনের নাম জুড়ে দেওয়া হয়েছে। বনি-অঙ্কুশ-রাজদা। আমি তিনজনের কাউকেই বিয়ে করছি না। আমি কি পাগল যে, কেরিয়ারের শুরুতেই বিয়ে করে বসব?

• আনন্দplus কী বলল: দিল্লি দূর অস্ত।

Heroines Tollywood Ananda Plus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy