Advertisement
E-Paper

আইপিএল অ্যাকশন প্যাকড ফিল্ম

আইপিএল-এর প্রথম ম্যাচ কলকাতা জিতে গিয়েছে। শহরের গরমের সঙ্গে টি-টোয়েন্টির উত্তেজনাও বাড়ছে। আইপিএল-এ খেলা ছাড়াও আর একটা আকর্ষণ এর সঞ্চালক। এবার ফের সঞ্চালনা করতে দেখা যাবে অর্চনা বিজয়কে। মাঝের সিজনটায় ছিলেন না তিনি।

দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষ

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০১:৫৮

আইপিএল-এর প্রথম ম্যাচ কলকাতা জিতে গিয়েছে। শহরের গরমের সঙ্গে টি-টোয়েন্টির উত্তেজনাও বাড়ছে। আইপিএল-এ খেলা ছাড়াও আর একটা আকর্ষণ এর সঞ্চালক। এবার ফের সঞ্চালনা করতে দেখা যাবে অর্চনা বিজয়কে। মাঝের সিজনটায় ছিলেন না তিনি।

ফোনে তাঁকে ‘ওয়েলকাম ব্যাক’ বলতেই, ঝরঝরে বাংলায় বললেন, ‘‘কেমন আছেন? আইপিএল দেখছেন তো?’’ অর্চনার মুখে বাংলা শুনে অবাক হওয়ার কিছু নেই। তিনি কলকাতারই মেয়ে। এখানেই জন্ম, বড় হওয়া।

এক্সট্রা ইনিংস টি-টোয়েন্টির সঞ্চালনায় ফিরে কেমন লাগছে? অর্চনার চটজলদি জবাব, ‘‘সুপার এক্সাইটেড!’’ এ বার তো গোটা দেশে সফরের পালা শুরু হয়ে গেল। ক্লান্ত লাগে না এভাবে সফর করতে? ‘‘তা একটু লাগে বই কী! আমি তো ফ্লাইটে উঠলেই ঘুমিয়ে পড়ি। আইপিএল চলাকালীন ওটাই আমার বিশ্রামের জায়গা। কী ভীষণ ঘুমোই ভাবতে পারবেন না। প্লেন ক্র্যাশ করলেও বোধহয় জানতে পারব না,’’ হাসতে হাসতে বললেন অর্চনা! তবে যেখানেই খেলা থাকুক না কেন, জিম নিয়মিত করে নেন। ওখানেই সব ক্লান্তি ঝরে যায়। সঙ্গে যোগ করলেন, ‘‘আইপিএল-এর উত্তেজনাই আমাকে এনার্জি দেয়!’’

এ বার দশ বছরে পড়ল টি-টোয়েন্টি। এত বছর ধরে দর্শককে আটকে রাখার ফর্মুলা কী? ‘‘দেখুন, আমাদের দেশে ক্রিকেট দেখার জন্য দর্শককে আলাদা করে আটকে রাখতে হয় না। তার উপর টি-টোয়েন্টির ফরম্যাটই ভীষণ আকর্ষণীয়। আইপিএল-এর ম্যাচগুলো যেন অ্যাকশন প্যাকড থ্রিলার। সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। উইথ রিয়্যাল লাইফ ক্যারেক্টার। এত কিছু ছাড়া যায় নাকি,’’ জবাব অর্চনার। সোনি ম্যাক্স এ বারের আইপিএল উৎসর্গও করেছে ফ্যানদের জন্য।

তাঁর পছন্দের ক্রিকেট তারকা কে, প্রশ্ন করতেই জবাব দিলেন, সচিন তেন্ডুলকর। আর কোন টিমকে সাপোর্ট করছেন? ‘‘এই রে মুশকিলে ফেলে দিলেন! কলকাতা নাইট রাইডার্স তো ভীষণই পছন্দের। শহরটা নিয়ে আমার আলাদা নস্ট্যালজিয়া রয়েছে। এ দিকে মুম্বই আমার কর্মভূমি। মুম্বই ইন্ডিয়ানসকেই বা বাদ রাখি কী করে! তবে আমার মনে হয়, যে টিম একবারও আইপিএল জেতেনি তেমনই কেউ জিতলে ভাল,’’ দক্ষ সঞ্চালকের মতো জবাব অর্চনার।

আর অর্চনা নিজেকে কীভাবে তৈরি করেছেন এ বারের জন্য? ধ্রুব আদিত্য দাভে তাঁর স্টাইলিং করছেন। গরমের দিকটা খেয়াল রেখেই পোশাক বাছাই করছেন অর্চনা। জানালেন সুতির পোশাকই বেশি পরবেন। ‘‘ভাল ফিটে়ড ড্রেস বেশি পছন্দ করি। নেকলাইন নিয়ে এক্সপেরিমেন্ট থাকবে। রিপ়্ড ডেনিমও পরব। মোটামুটি সামার কুল ফ্যাশনে আমাকে দেখতে পাবেন দর্শক,’’ বললেন অর্চনা।

Archana Vijaya action packed film IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy