ইরানের তিন পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তার পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। এই অবস্থায় নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা করিমি। গত কয়েক দিনে ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি একের পর এক পোস্ট করছিলেন সমাজমাধ্যমে। এ বার সরাসরি আমেরিকা নাক গলানোয় মাতৃভূমি নিয়ে গভীর উদ্বেগে মন্দানা। একটি দীর্ঘ পোস্ট তিনি করেছেন সমাজমাধ্যমে।
মন্দানা লিখেছেন, “আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, আমি সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।” ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, “শিশুদের মৃত্যু দেখেও কী ভাবে চুপ করে থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরানে নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় আমেরিকার আর্থিক মদতে বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!”
অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়েও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তাঁর। তাই তিনি লিখেছেন, “আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই রয়েছে। আমার ছোট ছোট ভাইপো, ভাইঝিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির উপরেই পড়বে!”
নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মন্দানা করিমি। অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তাঁর কথায়, “ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।”
সারা বিশ্বের কাছে মন্দানা সমর্থন দাবি করেছেন। এই অবস্থা এড়িয়ে না গিয়ে সকলকে প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানিয়ে দিয়েছেন মন্দানা। তাঁর কথায়, “সাহায্য করতে না পারলেও, আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যাঁরা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটা শুধু রাজনীতি নয়। এ ব়ড় যন্ত্রণার।”
‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মন্দানা। ‘বিগবস্’-এও নজর কেড়েছিলেন অভিনেত্রী।