Advertisement
০৬ মে ২০২৪
Hijab

হিজাবে মুখ ঢাকা নেই, এলোচুলে রণমূর্তি ইরানের অভিনেত্রী! হাতে বিদ্রোহী প্ল্যাকার্ড

পুলিশি হেফাজতে কুর্দিশ তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিদ্রোহের আগুন জ্বলছে ইরানে। বিক্ষোভের লাগাম ধরে হিজাব ছাড়া ছবি দিয়ে শোরগোল ফেললেন ইরানের প্রথম সারির অভিনেত্রী।

তারানেহর প্রতিবাদী ছবি ছড়িয়ে পড়ল দাবানলের মতো।

তারানেহর প্রতিবাদী ছবি ছড়িয়ে পড়ল দাবানলের মতো। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৩:১০
Share: Save:

হিজাব ছাড়া ছবি দিয়ে শোরগোল ফেললেন ইরানের প্রথম সারির অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানাতেই তাঁর এই পদক্ষেপ। শুক্রবার সকালে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন তিনি। সেখানে কালো পোশাকে এলোচুলে দাঁড়িয়ে তারানেহ। হাতে সাদা পোস্টার, যাতে নীল কালি দিয়ে কুর্দি ভাষায় লেখা বিক্ষোভের স্লোগান, “নারী, জীবন, স্বাধীনতা”।

ছবির ক্যাপশনে কবিতার আকারে অভিনেত্রী লিখেছেন, “তোমাদের চলে যাওয়া, গান গাওয়া পরিযায়ী পাখির ঢল— এ সবে শেষ হয়ে যাবে না বিপ্লব।”

১৬ সেপ্টেম্বর ২০২২। পুলিশি হেফাজতে কুর্দিশ তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিদ্রোহের আগুন জ্বলছে ইরানে। দেশের মহিলারা প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমেছেন। তাঁদের দাবি, নারীকে স্বাধীন ভাবে বাঁচার এবং পোশাক পরার অধিকার দিতে হবে। এ নিয়ে সরকারি হস্তক্ষেপ চলবে না। মাহশার মৃত্যুতে যে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছিল, সেই প্রতিবাদই এখন দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু পর্যন্ত চাইছে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারালেও প্রতিবাদের আগুন নেভার নাম নিচ্ছে না। গত কয়েক দিন বিক্ষোভের আঁচ সামান্য কম থাকলেও গত কাল থেকে দেশের নানা প্রান্তে ফের প্রতিবাদে নেমেছে তরুণ প্রজন্ম। শুধু দেশ নয়, সমাজমাধ্যমে বাধাহীন ভাবে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। ইরানের খ্যাতনামী অভিনেত্রী তারানেহও রুখে দাঁড়ালেন বৃহস্পতিবার। তাঁর প্রতিবাদী ছবি ছড়িয়ে পড়ল দাবানলের মতো।

‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে সবার মন জয় করেছিলেন তারানেহ। যে ছবি ২০১৭ সালে তাঁকে অ্যাকাডেমি পুরষ্কার দিয়েছিল। সেই তারানেহই এ বার বাস্তবের নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Hijab Hijab Controversy Iran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE