Advertisement
E-Paper

‘অর্জুন, অনন্যাদের মতো লোকও রয়েছেন’, কান্নায় ভেঙে পড়লেন ইরফান-পুত্র! কী হয়েছে বাবিলের?

কাঁদতে কাঁদতে বাবিল বলেছিলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” এখানেই শেষ নয়, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদি, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংহের নামও উল্লেখ করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৪:২৭
Irfaan Khan’s son Babil Khan broke down in front of camera

বাবিল খান ভেঙে পড়লেন কেন? ছবি: সংগৃহীত।

ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। এলোমেলো চুল। চোখে জল। এ ভাবেই ক্যামেরার সামনে আসেন প্রয়াত অভিনেতার ইরফান খানের পুত্র। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন বাবিল। কিছু ক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো মুছে দেন তিনি। তার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু তত ক্ষণে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কাঁদতে কাঁদতে বাবিল বলেছিলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” এখানেই শেষ নয়, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংহের নামও উল্লেখ করেন তিনি। তবে ঠিক কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভপ্রকাশ করলেন তিনি তা স্পষ্ট নয়। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান অনুরাগীদের।

ইরফান খানের অনুরাগীরা অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এই ভিডিয়ো দেখার পরে। তাঁদের প্রশ্ন, বাবিল কি বলিউডে নিজেকে একঘরে মনে করছেন? ঠিক কী ঘটেছে, যার জন্য নিজেকে এতটা অসহায় মনে করছেন ইরফান–পুত্র? অনুরাগীদের আর্জি, বাবিলের প্রতি যেন বলিউডের শিল্পীরা সহানুভূতিশীল হন এবং তাঁকে বোঝার চেষ্টা করেন।

এক জায়গায় বাবিল বলেছিলেন, “আমি একটা কথাই আপনাদের বলতে চাই। এই বলিউডেই শানায়া কপূর, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূরদের মতো লোকজন রয়েছেন। এমনকি অরিজিৎ সিংহ। আরও এমন অনেক নাম রয়েছে। বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়।”

আর একটি ভিডিয়োতে বাবিলকে বলতে শোনা যাচ্ছে, “বলিউডের মতো ভুয়ো জায়গা আর একটাও নেই। তবে কিছু মানুষ রয়েছেন, যাঁরা বলিউডকে ভাল করে গড়ে তুলতে চান। আমার এই বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে।” গত সপ্তাহেই ছিল ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতোই এ বারও বাবাকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বাবিল।

Babil Khan irrfan khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy