বিতর্ক যে পিছু ছাড়ছে না ঋজু বিশ্বাসের! ‘তুমি শাড়িতে সুন্দরী’, জনে জনে মেয়েদের এই বার্তা পাঠিয়ে ‘ভাইরাল’ অভিনেতা। সেই তিনিই এক ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের আগামী ছবির নায়ক! প্রসঙ্গত, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এই মুহূর্তে বিতর্কের তুঙ্গে!
এখানেই শেষ নয়। যে বার্তা ‘কাঁটার মুকুট’ পরিয়েছিল তাঁকে, সেই বার্তা এতটাই জনপ্রিয় যে, আইনজীবীদের পরামর্শ মেনে অভিনেতা তার ‘পেটেন্ট’ নিতে চলেছেন! ঋজু নিজেই এ কথা জানিয়েছেন আনন্দবাজার ডট কম-কে। প্রসঙ্গত, নিমেষে ঋজুর বার্তার স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের বানভাসি। রাতের ঘুম উড়েছিল অভিনেতার। অবশেষে তাঁর মুখে হাসি ফিরেছে।
শুটিংয়ের ফাঁকে পায়েল রায়, পরিচালক শৌভিক ভট্টাচার্য, ঋজু বিশ্বাস। ছবি: সংগৃহীত।
পরিচালক অনীক দত্তের সহকারী হিসাবে বেশ কিছু দিন কাজ করেছেন শৌভিক ভট্টাচার্য। ‘অপরাজিত’-সহ বেশ কিছু ছবির কাজ করেছিলেন তিনি। চলচ্চিত্র উৎসবের জন্য শৌভিক একটি ছবি বানাতে চলেছেন, নাম ‘উপসংহার’। ছবিতে ঋজুর বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল রায়। ঋজুর কথায়, “একটি ফিল্ম ইনস্টিটিউট ফেস্টিভালের জন্য ছবি বানাচ্ছে। পরিচালনায় শৌভিক। তিনি নিজেই আমায় বেছেছেন। আমার বার্তা ওঁর এতটাই পছন্দ যে, ছবির ‘ট্যাগলাইন’ হিসাবে ব্যবহার করছেন।” শুটিংয়ের সিংহভাগের কাজ শেষ। আর একদিনের কাজ বাকি, জানিয়েছেন অভিনেতা। এই টিমের সঙ্গেই আরও কাজের কথা চলছে। ছবিতে নায়ক-নায়িকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। মৃদু হেসে ঋজু বলেছেন, “আমার সঙ্গে এই দৃশ্যে অভিনয় করে পায়েলের কিন্তু কোনও অসুবিধা হয়নি।”
এ ছা়ড়াও, একটি বুটিকের হয়ে ফটোশুট করেছেন ঋজু। নিজের লেখা গল্প দিয়ে ওয়েব সিরিজ় বানানোর ইচ্ছাও তাঁর। তবে তাঁকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে ধারাবাহিকে নিয়মিত অভিনয়। ঋজু তাই ছোটপর্দায় কাজ করার জন্য মুখিয়ে।
আরও পড়ুন:
বিতর্ক কি তাঁকে কাজে ফিরতে সহযোগিতা করল? না কি প্রচারে থাকতেই এত কিছু? প্রশ্ন করা হয় তাঁকে। অভিনেতার পাল্টা প্রশ্ন, “সে রকম ভেবে কিছু করলে মাত্র কয়েক জনকে বার্তা পাঠিয়ে থেমে যাব কেন?” ঋজু এও বলেছেন, “আমি যাঁদের বার্তা পাঠাইনি, এ বার তাঁরা অনুযোগ জানাচ্ছেন! হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন, আমায় কেন লিখলেন না! আমি কি তার মানে সুন্দরী নই?” তাঁর দাবি, তিনি মাত্র কিছু জনকে বার্তা পাঠিয়েছিলেন। সেইগুলোরই ‘স্ক্রিনশট’ নিয়ে বাকিরা সমাজমাধ্যমে ছড়িয়েছেন। জনপ্রিয় হওয়ার লোভে উল্টে ঋজুকে তাঁরাই ব্যবহার করেছেন, দাবি অভিনেতার।