দর্শকমহলে তুমুল জনপ্রিয়। প্রেম তাঁর জীবনে আসেনি, এমনও নয়। তবু কেন অবিবাহিত অম্বরীশ ভট্টাচার্য? আনন্দবাজার অনলাইনকে একাধিক সাক্ষাৎকারে ধারাবাহিক ‘খড়কুটো’র ‘পটকা’ বলেছেন, ‘‘বিয়ের বাঁধনে জড়াতে রাজি নই। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?’’ এ দিকে রিয়্যালিটি শো বলছে অন্য কথা। এক নায়িকার জন্য নাকি ১০০ বছর অপেক্ষা করতে রাজি অম্বরীশ। তিনি রিমঝিম মিত্র!
জি বাংলার রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র পুরনো একটি পর্ব সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল। সেখানেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন অম্বরীশ, রিমঝিম, সুদীপ্তা চক্রবর্তী, মৈত্রেয়ী ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র, ভাস্বর চট্টোপাধ্যায়। খেলতে খেলতে আকারে-ইঙ্গিতে অম্বরীশ বুঝিয়ে দেন, তিনি রিমঝিমকে ভালবাসেন। সরাসরি ‘দাদা’র কাছে স্বীকারও করেন, ‘’১০ বছর কেন! আমি রিমঝিমের জন্য আরও ১০০ বছর অপেক্ষা করতে রাজি।’’