Advertisement
E-Paper

নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরছেন অরিজিতা! কোন ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ‘বাবুর মা’কে?

শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্ভবত এই প্রথম ভিন্ন ধারার ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:৫৩
নতুন রূপে নতুন ভাবে অরিজিতা মুখোপাধ্যায়?

নতুন রূপে নতুন ভাবে অরিজিতা মুখোপাধ্যায়? ছবি: ইনস্টাগ্রাম।

‘বাবুর মা’ অতীত। ধারাবাহিক ‘নিমফুলের মধু’ অনেক দিন বন্ধ হয়ে গিয়েছে। অরিজিতা মুখোপাধ্যায় এখন পুরোপুরি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় নিবেদিতপ্রাণ। তার পরেও তাঁর গায়ে এখনও ‘বাবুর মা’-এর গন্ধ! শোনা যাচ্ছে, সেই ‘গন্ধ’ মুছতেই নাকি অভিনেত্রী বেছে নিয়েছেন ঐতিহাসিক ধারাবাহিক ‘রাণী ভবানী’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাজনন্দিনী পাল। বিপরীতে রাজদীপ গুপ্ত। স্টার জলসার এই ধারাবাহিকেই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিজিতাকে।

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। অভিনেত্রীর ফোন বেজে গিয়েছে। এ দিকে একই বিষয় নিয়ে জি বাংলাতেও আসতে চলেছে নতুন ধারাবাহিক। এই চ্যানেলেও ধারাবাহিকের নাম ‘রাণী ভবানী’! একই বিষয় নিয়ে দুই চ্যানেলে একই ধারাবাহিক তৈরি হয়েছিল বছর পাঁচেক আগে, ২০২০ সালে। বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে জি বাংলায় সম্প্রচারিত হত ‘কাদম্বিনী’। নামভূমিকায় ঊষসী রায়। স্টার জলসার এই ধারাবাহিকের নাম ‘প্রথমা কাদম্বিনী’। এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন শোলাঙ্কি রায়।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই সাড়া পড়েছে টেলিপাড়ায়। তার উপরে অরিজিতাকে স্টার জলসার ‘রাণী ভবানী’তে দেখা যাবে, খবর ছড়াতেই উদগ্রীব ছোট পর্দার দর্শকেরা। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে। অরিজিতার অনুরাগীরা অভিনেত্রীকে ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে।

Arijita Mukherjee Star Jalsha Rani Bhabani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy