নতুন বছরে না কি নতুন জীবনে পা রাখছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র? টলিউড আপাতত এই গুঞ্জনেই মাত! এমন চর্চা ছড়ানোর নেপথ্যে কারণও রয়েছে। ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক নাকি ফ্ল্যাট বদলাচ্ছেন! একই বহুতল আবাসনে আরও বড় ফ্ল্যাটে উঠে যাচ্ছেন তিনি।
আরও আছে। পরিচালক নিজে দাঁড়িয়ে থেকে নাকি পুরো বাড়ি সাজাচ্ছেন! এক রাজপরিবারের কন্যাকে নাকি তাঁর সঙ্গে দেখাও গিয়েছে। না, তিনি বাড়িতে আসেননি। পরিচালকের ছবির বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন। তাঁর সঙ্গে আলাপ গড়ানোর পরেই নাকি পরিচালকের বাড়ি বদলানোর মতি!
আরও পড়ুন:
সেই কন্যেও কি অভিনয় দুনিয়ার কেউ? শোনা যাচ্ছে, তিনি আইনজীবী। তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হয় রাজনীতিবিদ নয় আইনজীবী। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। যথারীতি শুভ্রজিৎ ফোনে অধরা।
শুভ্রজিতের বিয়ের চর্চা ছড়াতেই নড়ে বসেছে টলিউড। ‘রাজা’র ‘রানি’ কে হতে চলেছেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে।