তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাঁরা কখন কী করছেন, কোথায় যাচ্ছেন — সবেতেই রয়েছে নজরদারি। যেমন, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান। ইন্ডাস্ট্রিতে ফিসফাস, নায়ক নাকি বয়সে অনেকটাই ছোট এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। নাম করিনা কুবিলিয়ুট। এই জল্পনা শুরু হতেই কী করলেন কার্তিক?
সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্রতটে রোদ পোহাচ্ছেন নায়ক। সেই ছবিতে শুধুই নায়কের পা দেখা যাচ্ছে। তার পরেই করিনাও একটি ছবি দেন তাঁর সমাজমাধ্যমে। সেখানেও গোয়ার সমুদ্রতট দেখা যাচ্ছে। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা করিনার ছবিতেও দৃশ্যমান। এই দু’টো ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই।
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই খেয়াল করে দেখেছেন কিছু দিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণ করতেন কার্তিক। কিন্তু জল্পনা ছড়াতেই নাকি অভিনেতা ‘আনফলো’ করেছেন। এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি তাঁরা। তবে এই প্রথম নয়। এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় জড়িয়েছেন কার্তিক। শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক। তখনও কিছু বলেননি নায়ক-নায়িকার কেউই। তবে সারা আলি খান, অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন কার্তিক।