শনিবার নেটমাধ্যমে অনুরাগীদের সামনে নিজেকেই নিজে বিশ্লেষণ করলেন মিমি চক্রবর্তী। আলো-আঁধারিতে ঢাকা এই মিমি যেন অভিনেত্রীর কাছেও অচেনা। নিজেকে নতুন করে চিনতে বসে তাই কি তাঁকে ঘিরে ধরেছে এক রাশ দ্বিধা?
কাছের এবং দূরের মানুষদের চোখে মিমি প্রচণ্ড ইতিবাচক। সে কথা অভিনেত্রীও জানেন। যে কোনও পরিস্থিতিতে তিনি সামলে চলতে পারেন। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়েও নেন। তাই ভাল-খারাপ সব সময়েই মিমি-র মুখে সবাই হাসি দেখেছে। ইনস্টাগ্রামে সবার সেই চেনা মিমি-কে তুলে ধরার পরেই নিজেকে নিয়ে সাংসদ-তারকার সংশয়, আগামী দিনেও কি একই ভাবে ইতিবাচক থাকতে পারবেন তিনি? সবাইকে হাসিমুখে আপন করে নিতে পারবেন? যদি না পারেন, তখন কী হবে?
কেন নিজেকে নিয়ে এই ধরনের ভাবনা জন্ম নিল মিমির মনে? আবার কোনও খারাপ ঘটনা ঘটল অভিনেত্রীর জীবনে?