টলিউডে জোর শোরগোল। প্রিয়াঙ্কা সরকার নাকি শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করছেন না! শুধু এই একটি ছবিই নয়। তিনি নাকি সরে যাচ্ছেন রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘চংচং’ থেকেও। কারণ? তাঁর সঙ্গে নাকি রানা সরকারের সমস্যা তৈরি হয়েছে। তাই প্রযোজকের একের পর এক ছবি থেকে সরে যাচ্ছেন তিনি।
এ খবর কতটা সত্যি? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্রীজাত, রানা সরকার, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পুরো ঘটনাই অস্বীকার করেছেন প্রযোজক। রসিকতা করে এ-ও বলেছেন, ‘‘প্রথম সারির নায়িকাদের নিয়ে এমন গুঞ্জন ছড়ায়। যা ভিত্তিহীন। প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনও সমস্যা নেই। খুব শিগগিরিই নতুন ছবির কাজ শুরু হবে।’’