Advertisement
E-Paper

বাথরুমে গিয়েও শান্তি নেই, চ্যাট শো-এ কেন বললেন ঈশান?

পুনিত মলহোত্রার স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে ঈশানের কাজ না করার কথা ওঠে। কেন না করলেন ঈশান?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৮:০৯
জনপ্রিয় বলিউড তারকা ঈশান খট্টর। ছবি সৌজন্য: ফেসবুক পেজ।

জনপ্রিয় বলিউড তারকা ঈশান খট্টর। ছবি সৌজন্য: ফেসবুক পেজ।

“ভাই, কিছু ক্ষণ দাঁড়া, এক-দু'মিনিট, হাতটা ধুয়ে নিই”, একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল বলিউডের নতুন তারকা ঈশান খট্টরের। বাথরুমে গিয়েও শান্তি নেই, ঠিক এমন কথাই বললেন একটি চ্যাট শো-তে।

বলিউডের তারকাদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তেই হয়, সে এয়ারপোর্টে হোক বা জিম বা কোনও জনবহুল জায়গা। তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্য সাধারন মানুষ মুখ উঁচিয়ে থাকে। পাপারাৎজির কবলে পড়তে হয় বারবার।

ঈশানের কথায়, ভক্ত তাকে ছাড়তেই চায়না, জড়িয়ে ধরতে চাইলে ঈশান বলেন “আপনি আগে হাত ধুয়ে আসুন। তার পর আপনাকে জড়িয়ে ধরব”। ভক্তরা বুঝি এই রকমই হয়। “ব্যপারটা আদতে বেশ মজাদার হলেও বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তেই হয় আমাদের”, ঈশানের বক্তব্য।

Ishaan after 10 years holding his new trophy be like : ye sabh easyyyy peasyyyyy😂❤️ @ishaankhatter✨ • • • #ishaankhatter#janhvikapoor#dhadak#beyondtheclouds#takht#janvhi#ishaan#bollywood#shashankkhaitan#dhadak2018#shahidkapoor#vaarare#zingaat#pehlibaar#majidmajidi

A post shared by Ishaan Khatter✨ (@ishaan95) on

সম্প্রতি পুনিত মলহোত্রার স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ছবিতে ঈশানের কাজ না করার কথা ওঠে। প্রথমে তাঁকে ছবিটি করার জন্য বলা হয়েছিল কিন্তু ঈশান রাজি না হওয়ায় অবশেষে টাইগার স্রফ-কে নেওয়া হয়। কিন্তু কেন না?

'আমি শুধুমাত্র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে চাইনা, আমি স্টুডেন্ট অব দ্য মিলেনিয়াম হতে চাই। আমি মনে করি আমি একজন স্টুডেন্ট এখনও, আর সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।' বললেন ২৩ বছরের বলিউড তারকা ঈশান।

You talkin’ to me? Happy होली!

A post shared by Ishaan (@ishaankhatter) on

২০১৭ তে মজিদ মজিদির 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর মধ্যে দিয়ে ঈশানের বলিউডে প্রথম পা রাখা। ছবিটি আর্থিক দিক দিয়ে লাভজনক না হলেও জনপ্রিয়তা অর্জন করেছিল। এর পরে ২০১৮তে শশাঙ্ক খইতান এর ‘ধড়ক’ ছবিতে অভিনয় করেন ঈশান। এখন তিনি পছন্দের স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছেন।

Ishaan Khatter Student of the Year 2 Bollywood Celebrities Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy