Advertisement
০৬ মে ২০২৪
Entertainment News

কেন ‘ও ও জানে জানা’য় জামা পরেননি? খোলসা করলেন সলমন

নয়ের দশকের এই গান গেয়ে প্রেমিকাকে প্রেম নিবেদনের চেষ্টা করেননি এমন প্রেমিক কমই আছেন। সুপার ডুপার হিট ‘ও ও জানে জানা’ সেই সময় ঘুরত সকলের মুখে মুখে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৬:২৪
Share: Save:

নয়ের দশকের এই গান গেয়ে প্রেমিকাকে প্রেম নিবেদনের চেষ্টা করেননি এমন প্রেমিক কমই আছেন। সুপার ডুপার হিট ‘ও ও জানে জানা’ সেই সময় ঘুরত সকলের মুখে মুখে। এক দিকে সলমন খান, অন্য দিকে কাজল। সমুদ্রের তীরে খোলা মঞ্চের উপর গিটার বাজিয়ে সলমনের গান, সঙ্গে পেশীবহুল উন্মুক্ত শরীর— নায়কের প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেপ্রেমীরা।

কিন্তু অনেকেই জানেন না, এই গানটি শার্টলেস শুট করার পিছনে ছিল একটা ‘গোপন’ কারণ। শুটিংয়ে সলমনের জন্য তিনটি বিভিন্ন মাপের জামা বানানো হয়েছিল। মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ। ‘ও ও জানে জানা’র জন্য একটি লাল রঙের জামা পরার কথা ছিল সলমনের। কিন্তু কোনওটাই সলমনের গায়ে ‘ফিট’ করেনি।

সলমন জানান, এটাই তাঁর উন্মুক্ত শরীরের একমাত্র কারণ। ভাই সোহেল খানই নাকি তাঁকে ‘বেয়ারড বডি’ শুট করার জন্য উৎসাহিত করেছিলেন।

দেখুন সেই গানের ভিডিও

আরও পড়ুন: বাহুবলী বা কাটাপ্পা নন, ছবির নাটক অন্য জায়গায়, দাবি পরিচালকের

শুধু তাই নয়, ‘প্যার কিয়া তো ডরনা ক্যায়া’র সেই ব্লকবাস্টার হিট গানও প্রথম দিকে কিন্তু হালে পানি পায়নি। প্রথমে গানটি রেকর্ড করা হয়েছিল ‘যব প্যার কিসিসে হোতা হ্যায়’ ছবির জন্য। কিন্তু প্রযোজকদের ধারণা ছিল, এই গান ফ্লপ করবেই। ফলে কোনও প্রযোজকই নিজের ছবিতে গানটি রাখতে রাজি হননি।

এ কথা স্বীকার করলেন খোদ নায়কই। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন বলেন, ‘‘গানটি শোনার পর থেকেই খুব ভাল লেগেছিল। কোনও একটা ছবিতে গানটা ঢোকানোর জন্য মরিয়া ছিলাম। কিন্তু কেউ রাজি ছিলেন না। তারপর যখন ‘প্যার কিয়া তো ডরনা ক্যায়া’ শুটিং শুরু হল, তখন খানিকটা জোর করেই গানটি সিনেমায় ঢোকাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE