সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র স্কুলগুলিতে পড়ানোর ইচ্ছে থাকলে উত্তীর্ণ হতে হয় নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায়। যার নাম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। ২০২৬-এর পরীক্ষার জন্য আবেদন করেছেন যাঁরা, তাঁদের আবেদনপত্র সংশোধন করার সুযোগ দিচ্ছে সিবিএসই। অর্থাৎ, যদি আবেদনের সময় কোনও তথ্য ভুল দেওয়া হয়ে থাকে, তা শুধরে নেওয়া যাবে।
সিটেট ২০২৬-র জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন যে সকল প্রার্থী তাঁদের আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে সংশোধন করে নিতে হবে। সিটেট-র অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তাদের জমা দেওয়া আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন। প্রার্থীর আবেদনপত্রে থাকা বিভিন্ন ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সংশোধন করা যাবে। প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, লিঙ্গ, শ্রেণি (ক্যাটাগরি), ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণ, প্রার্থীর পেপার নির্বাচন— এই বিষয়গুলি পরিবর্তন করা যাবে। তবে, পরীক্ষা কেন্দ্রের শহর পরিবর্তন করতে পারবেন না প্রার্থীরা।
আরও পড়ুন:
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সিটেট ২০২৬-র পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি। দু’টি ভাগে দু’টি পেপারের পরীক্ষা হবে। মোট ২ ঘণ্টা ৩০ মিনিট দেওয়া হবে প্রতিটি পরীক্ষার জন্য।