Advertisement
E-Paper

ছবি চলেনি, সলমনের ‘সিকন্দর’ দেখে কান্না চর্চিত প্রেমিকা ইউলিয়ার, এ বার কি বিয়েটা হচ্ছে?

মুক্তির দু’দিনের মাথায় সলমনের এই ছবির একাধিক শো বাতিল হয়। যদিও ইউলিয়া গিয়েছিলেন সলমনের ছবি দেখতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৮:০৫
Iulia Vantur breaks in tears after watching Salman Khan’s film SIkandar are they getting married

সলমন-ইউলিয়ার বিয়ে আসন্ন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চলতি বছর ইদে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘সিকন্দর’। সলমনের এই ছবিতে গান গেয়েছেন তাঁর চর্চিত প্রেমিকা ইউলিয়া ভানতুর। যদিও ছবি বক্স অফিসে লাভের মুখ দেখেনি। মুক্তির দু’দিনের মাথায় সলমনের এই ছবির একাধিক শো বাতিল হয়। কারণ প্রেক্ষাগৃহ প্রায় শূন্য। যদিও ইউলিয়া গিয়েছিলেন সলমনের ছবি দেখতে। তিনি জানান, ছবি দেখে কেঁদেই ফেলেছিলেন তিনি। ইউলিয়ার কথায়, ‘‘এই ছবি দেখে কেঁদেছি, হেসেছি, আনন্দ পেয়েছি। যদিও কান্নাটাই বেশি।” একই ভাবে ইউলিয়াকে মানসিক জোর দেন সলমন।

রোমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে তুমুল জনপ্রিয়। এ দেশে গুরু রণধাওয়ার সঙ্গে তাঁর মিউজ়িক ভিডিয়ো ‘ম্যাঁয় চলা’ও তাঁকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয়। সেই ভিডিয়োয় কাজ করেছেন সলমনও। এই ভিডিয়ো ঘিরেই সলমন-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। বিভিন্ন সময়ে তাঁদের জুটিতে দেখা গিয়েছে যাতে গুঞ্জন হয়েছে আরও জোরালো। যদিও বারবারই সে কথা অস্বীকার করে এসেছেন দু’জনেই। ইউলিয়া বিভিন্ন সময় বার বার জানান, সলমনের ছায়া থেকে এ বার বেরিয়ে আসতে চান তিনি। যদিও ধীরে ধীরে উল্টোটাই হচ্ছে। তাঁরা যেন একে অপরের ভরসার জায়গা হয়ে উঠছেন। সলমনের এই ছবিতে ‘লগ জা গলে’ গানটি গেয়েছে ইউলিয়া। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সলমনকে। কারণ সলমন সে সময় ভরসা রেখেছিলেন তাঁর উপর, যখন অন্য কেউ ভরসা করেননি তাঁকে। ইউলিয়ার কথায়,‘‘সবার জীবনে এমন একজন থাকা দরকার যে তোমাকে বিশ্বাস করবে। সে এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার উপর বিশ্বাস করেছে। যখন আমি নিজেকে সন্দেহ করতাম, তখন সে আমাকে উৎসাহিত করেছিল।’’ খুব শীঘ্রই ৬০-এ পা দেবেন সলমন। প্রায় ২০১৬ সাল থেকে সলমনের জীবনে রয়েছেন ইউলিয়া। তবে কি এ বার আরও এক ধাপ এগিয়ে যাবেন তাঁরা? যদিও এই প্রসঙ্গে নীরব তাঁরা।

Salman Khan Lulia Vantur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy