Advertisement
E-Paper

শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রামের জন্মের নেপথ্যে কে, এত বছর পর প্রকাশ্যে এল নাম

আব্রামের জন্মরহস্য নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বেশ কিছু বিতর্ক শোনা যায়। এ বার শাহরুখ-পুত্রের জন্মের নেপথ্যে যিনি, সেই মানুষটি এলেন প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৮:০০
IVF expert who helped Shah rukh khan-Gauri Khan conceived through Surrogacy

পুত্র আব্রামের সঙ্গে শাহরুখ। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের দুই ছেলেমেয়ে আরিয়ান খান ও সুহানা খান তখন বেশ বড়। ২০১৩ সালে হঠাৎই অভিনেতা জানান তিনি আরও এক পুত্রসন্তানের বাবা হয়েছেন। নাম রেখেছেন আব্রাম খান। সারোগেসির মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে সে। বাবা শাহরুখের নয়নের মণি। চলতি বছর ১২-এ পা দিল। যদিও আব্রামের জন্মরহস্য নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। রয়েছে বিতর্ক। তবে সে সব বিষয়ে কখনওই মাথা ঘামায়নি খান পরিবার। এ বার আব্রামের জন্মের নেপথ্যে যিনি, প্রকাশ্যে এলেন সেই মানুষটি।

একা আব্রাম নয়, কর্ণ জোহরের দুই ছেলেমেয়ে যশ ও রুহির জন্মের নেপথ্যেও রয়েছেন তিনি। সারোগেসির সময় শাহরুখ ও গৌরীকে পুরোটা পরিচালনা করেছেন, প্রতিটি পদক্ষেপ ঘটেছে তাঁরই তত্ত্বাবধানে। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যতীন শাহ। মুম্বইয়ের বাইরে থাকেন তিনি। দেশ-বিদেশ থেকে মানুষ আসেন তাঁর কাছে। এখনও পর্যন্ত তাঁর জীবন অন্যতম কৃতিত্ব আব্রামের জন্ম, সেটা মানেন এই চিকিৎসক। তিনি শাহরুখ-গৌরীর এই সিদ্ধান্তকে বাহবা দিয়ে বলেন, ‘‘ওঁদের এই সিদ্ধান্তের পর সারোগেসি নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়। এর পর সারোগেসির ক্ষেত্রে বিরাট উত্থান ঘটে। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, আমেরিকা থেকে লোকেরা আসেন আমার চিকিৎসাকেন্দ্রে। তাঁরা বলেন তুমি আব্রামকে সৃষ্টি করেছিলে বলে খুঁজে পেয়েছি তোমাকে। এটা আমার জীবনের সেরা স্মৃতিগুলির অন্যতম।’’

Shah Rukh Khan Gauri Khan Abram Khan Surrogate mother
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy