টাইগার শ্রফকে বড় করে তোলায় জ্যাকি শ্রফের নাকি কোনও ভূমিকা ছিল না। এমনটাই দাবি টাইগারের বাবার। তাঁর ছেলে যে আজ প্রতিষ্ঠিত, জ্যাকির মতে, সেই কৃতিত্ব কেবল তিন মহিলার। তাঁরা জ্যাকির স্ত্রী, মা এবং শাশুড়ি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি জানালেন, কাজের জন্য সারাক্ষণ বাইরে থাকতে হত তাঁকে। ছেলের সঙ্গে সময় কাটাতে পারতেন না। বহু দিন পর বাড়ি ফিরে ছেলেকে আদর করতেন, খেলা করতেন। জ্যাকির কথায়, ‘‘ভাগ্য ভাল, আমি টাইগারকে হাতে ধরে নষ্ট করিনি। ও সম্পূর্ণ অন্য ভাবে মানুষ হয়েছে। শিল্পের প্রতি সে খুবই নিষ্ঠাবান। নিয়ম শৃঙ্খলা মেনে চলে। আমি আর পাঁচজন অভিভাবকের মতোই মিশি আমার ছেলের সঙ্গে। ঈশ্বরকে আর ওর অনুরাগীদের ধন্যবাদ জানাই, আজ ওকে এই জায়গায় নিয়ে আসার জন্য।’’