এ বার কান চলচ্চিত্র উৎসবে বলিউডের ছোট-বড় তারকাদের ঢল। ১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকও। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কিন্তু এই বছর চলচ্চিত্র উৎসব শুরুর আগেই বেশ কিছু নিয়মকানুন জারি হয়েছে। প্রথম বার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রেখেই নিয়ম ভাঙলেন জাহ্নবী কপূর।
আরও পড়ুন:
২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর বিশেষ প্রদর্শনী। সেখানেই সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা গেল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক কর্ণ জোহরও। প্রথম থেকেই নজর কাড়ে জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাক। এ দিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তাঁর সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ফেলা ছিল ঘোমটা। একেবারে ভারতীয় নারী। সবই ঠিক ছিল। তবে বিপত্তি ঘটাল জাহ্নবীর পোশাক। এ বছরের কানে নিয়মের কড়াকড়ি। সেখানেই একটি নিয়ম ছিল, লম্বা ফ্রিল-যুক্ত পোশাক পরা যাবে না। উৎসব কর্তাদের দাবি, এই ধরনের পোশাক পরলে তা কর্তব্যরত কর্মীদের ভিড় সামলাতে বাধা সৃষ্টি করে! পাশাপাশি, লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে প্রবেশের জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু জাহ্নবীর পোশাক সেই নিয়ম ভেঙেছে। তার ফলে জাহ্নবীর পোশাক দু’হাতে করে তুলে বয়ে বেড়াতে হয় ‘হোমবাউন্ড’ ছবির পরিচালক নীরজকে। পরে অবশ্য সহ-অভিনেত্রীর পোশাক সামাল দিতে মাঠে নামতে হয় ঈশানকে।