রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর সঙ্গে তালিবানের তুলনা করেছেন জাভেদ আখতার। প্রবীণ শিল্পীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব নেটাগরিকদের একাংশ। এ বার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম। হাত জোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
জাভেদের এই মন্তব্য শুধুমাত্র লজ্জাজনক বলে মানতে নারাজ বিজেপি-র মুখপাত্র রাম কদম। আরএসএস-কে তালিবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর। যাঁরা আরএসএস-এর ভাবাদর্শ মেনে চলেন, তাঁদের জাভেদ অপমান করেছেন বলেই মনে করছেন তিনি।
ক্ষুব্ধ রাম কদম বলেন, “যাঁরা সরকার চালাচ্ছেন, রাজধর্ম পালন করছেন, তাঁরাও সেই একই আদর্শে বিশ্বাস করেন। এই ধরনের মন্তব্য করার আগে তাই ভেবে দেখা উচিত ছিল।’’ তিনি প্রশ্ন তোলেন, “যদি সত্যিই আরএসএস-এর ভাবাদর্শ তালিবানের মতোই হত, তা হলে কি উনি এই ধরনের মন্তব্য করতে পারতেন?” নিজের মন্তব্যের জন্য জাভেদ ক্ষমা না চাইলে কী পরিণতি হতে পারে, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “সঙ্ঘের যে সব কর্মী নিজেদের জীবন দেশকে উৎসর্গ করেছেন, তাঁদের কাছে উনি ক্ষমা না চাইলে মা ভারতীর মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।” জাভেদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।