Advertisement
E-Paper

পাক সেনাপ্রধান ‘পাগল’! পহেলগাঁওয়ের পর কোন আশঙ্কার কথা জানালেন জাভেদ আখতার

জাভেদ আখতার সরাসরি পাকিস্তানের সেনাপ্রধানকে ‘উন্মাদ’ তকমা দিলেন। পাশপাশি জানালেন, এ বার পাকিস্তানের নজর নাকি মুম্বইয়ের দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৬:১৫
পাকিস্তানের সেনাকে তোপ জাভেদের।

পাকিস্তানের সেনাকে তোপ জাভেদের। গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই নিন্দায় মুখ খুলেছেন জাভেদ আখতার। ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। শুধু তা-ই নয়, গীতিকার দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ‘উন্মাদ’ তকমা দিলেন। পাশপাশি জানালেন, এ বার পাকিস্তানের নজর নাকি মুম্বইয়ের দিকে।

যখনই ভারতের উপর জঙ্গি হামলা হয়েছে, পাকিস্তানের দিকে তত বার আঙুল উঠেছে এবং তারা দায় এড়িয়েছে। তাতেই জাভেদ প্রশ্ন তোলেন, ‘‘সন্ত্রাসবাদীরা আসছে কোথা থেকে? তারা তো জার্মানি থেকে আসছে না! আমরা তাদের সঙ্গে সীমান্ত ভাগ করি না।’’ পহেলগাঁওয়ে যা ঘটছে তাতে যে সেখানে শান্তি থাকবে না, সেটাই স্বাভাবিক। প্রতি বছর একটা করে এমন ঘটনা ঘটেই চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জাভেদের কথায়, ‘‘কংগ্রেস হোক বা বিজেপি, যে যখন ভারতে ক্ষমতায় থেকেছে, তখনই কাশ্মীরে শান্তি ফেরানোর চেষ্টা করেছে। এমনকি, অটলবিহারী বাজপেয়ীও পাকিস্তানে গিয়েছিলেন। কিন্তু ওরা কী করল? সৌজন্যবোধ দেখানো তো দূর অস্ত, পাল্টা কার্গিল যুদ্ধ বাধিয়ে অপমান করল। এটাকেই কি ওরা বন্ধুত্ব বলে?” তিনি এ-ও স্পষ্ট করে প্রায় ৯৯ শতাংশ কাশ্মীরি ভারতের প্রতি আস্থা রাখেন এবং তাঁরা বিশ্বস্ত। জাভেদ আরও বলেন, ‘‘আশা করব, সরকার কড়া পদক্ষেপ করবে। পাকিস্তানের এই ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না। কারণ, ওদের সেনাপ্রধান একজন উন্মাদ। এ বার ওদের নজর পড়েছে মুম্বইয়ের দিকে।’’

Javed Akhtar Pakistan Army Kashmir Terror Attack Pahalgam Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy