Advertisement
E-Paper

‘দেবী’র পর প্রযোজক জয়ার নতুন ছবি কি জানেন?

চলতি বছরেই জয়ার প্রযোজনা সংস্থা ‘C-তে সিনেমা’র প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছে। সদ্য ৫০ দিন পেরিয়ে গেল সে ছবি। এর মধ্যেই নিজের প্রযোজনায় পরের ছবির কথা ঘোষণা করলেন নায়িকা।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯
জয়া আহসান। ছবি: জয়ার ফেসবুক পেজ থেকে গৃহীত।

জয়া আহসান। ছবি: জয়ার ফেসবুক পেজ থেকে গৃহীত।

২০১৮ জয়া আহসানের কাছে স্পেশ্যাল। বহু অর্থে স্পেশ্যাল। অভিনয় করে প্রশংসা পাওয়াটা তাঁর অভ্যাস। কিন্তু প্রযোজক হিসেবেও তিনি সাফল্য পেলেন এ বছর।

চলতি বছরেই জয়ার প্রযোজনা সংস্থা ‘C-তে সিনেমা’র প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছে। সদ্য ৫০ দিন পেরিয়ে গেল সে ছবি। এর মধ্যেই নিজের প্রযোজনায় পরের ছবির কথা ঘোষণা করলেন নায়িকা।

জয়া প্রযোজিত পরের ছবির নাম ‘ফুড়ুত্’। তিনি শেয়ার করলেন, ‘‘দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে। দু’-তিনটে পাইপলাইনে ছিল। আমি ভাবলাম ‘দেবী’র একেবারে অপোজিট কিছু করলে কেমন হয়। সেখান থেকেই ‘ফুড়ুত্’-এর ভাবনা। বাকিটা আর ক’দিন পরে বলব।’’

আরও পড়ুন, ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশি চ্যালেঞ্জিং, বলছেন জয়া

না! গল্প নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ জয়া। তবে তিনি জানালেন, এটা একটা কমেডি ড্রামা, মানবিক গল্প। জয়ার দাবি, ‘‘ছোটরাও এটা খুব পছন্দ করব। ‘দেবী’ যেমন বাংলাদেশের জন্য একটু নতুন ছিল। এটাও তেমনই হবে।’’ নতুন বছরের প্রথম দিকেই শুটিং শুরুর ইঙ্গিত দিলেন তিনি।

আরও পড়ুন, ছেলের সন্তানসম্ভবা গার্লফ্রেন্ডকে আশ্রয় দিল ‘ওহ মাদার’!

আর অভিনয়? ‘দেবী’র মতো এই ছবিতেও অভিনেত্রী জয়াকে পাবেন দর্শক? জয়ার কথায়, ‘‘এটা হিরো, হিরোইন বেসড ছবি নয়। আর নিজের প্রোডিউস করা ফিল্মে অভিনয় করতে চাই না। অন্য কাউকে চাইছি। একটা চরিত্রের কিছু নির্দিষ্ট চাহিদা আছে। যদি পছন্দমতো কাউকে শেষ পর্যন্ত না পাই, তখন হয়তো আমি করব।’’

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

Jaya Ahsan Tollywood Celebrities Bengali Movie Upcoming Movies জয়া আহসান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy