Advertisement
১৩ ডিসেম্বর ২০২৪
Jaya Bachchan

হাতে মাইক, গান গাইছেন জয়া! ‘মনের দরজা’ খুলতে কোন ছবিতে দর্শকের সামনে আসবেন অভিনেত্রী?

শেষ কয়েকটি ছবিতে দর্শক জয়া বচ্চনকে গম্ভীর চরিত্রে দেখেছেন। এ বার নতুন অবতারে বড় পর্দায় হাজির হতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

Jaya Bachchan’s film with Siddhant Chaturvedi and Wamiqa Gabbi titled Dil Ka Darwaaza Khol Na Darling

‘দিল কা দরওয়াজ়া খোল না ডার্লিং’ ছবির শুটিং ফ্লোরে জয়া বচ্চন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:০২
Share: Save:

প্রায় দেড় বছর আগে তাঁকে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তির পর অভিনয় থেকে কিছুটা দূরেই ছিলেন জয়া বচ্চন। তবে অনুরাগীদের জন্য খবর, নতুন ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার এই ছবিতে জয়ার লুকও প্রকাশ্যে এসেছে। হাতে মাইক্রোফোন, পরনে পাশ্চাত্য পোশাকে জয়ার লুক দেখেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন। ছবি দেখে অনুমান করা যায়, অভিনেত্রী গান গাইছেন।

‘কুইন’ এবং ‘সুপার থার্টি’ খ্যাত পরিচালক বিকাশ বহেল যে নতুন ছবির পরিকল্পনা করছেন, তা নিয়ে গুঞ্জন ছিলই। বৃহস্পতিবার নির্মাতারা এই ছবির শিরোনাম এবং অভিনেতাদের প্রকাশ্যে এনেছেন। ছবিটির নাম ‘দিল কা দরওয়াজ়া খোল না ডার্লিং’। নির্মাতাদের দাবি, দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে এই ছবির কাহিনি। জয়া ছাড়াও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওয়ামিকা গব্বি এবং সিদ্ধান্ত চুতুর্বেদী।

নির্মাতারা বৃহস্পতিবার ছবির যে লুক প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে ওয়ামিকা এবং সিদ্ধান্ত ক্যামেরার জন্য পোজ় দিয়েছেন। তাঁদের সামনে বসে গান গাইছেন জয়া। অনুরাগীদের অনুমান, একটি ব্যান্ডকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। সেই ব্যান্ডেরই মুখ্য গায়িকা কি জয়া? সে প্রশ্নের উত্তর অবশ্য অধরা। শেষ কয়েকটি ছবিতে জয়াকে দর্শক গম্ভীর চরিত্রে দেখেছেন। এ বার অবশ্য তিনি যে অন্য অবতারে ধরা দিতে চলেছেন, তা স্পষ্ট।

বৃহস্পতিবার গোয়ায় ছবির শুটিং শুরু হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, আগামী বছরে মুক্তি পাবে ছবিটি।

অন্য বিষয়গুলি:

Jaya Bachchan Bollywood Actress Film Shooting Bollywood News Siddhant Chaturvedi Wamika Gabbi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy