জিৎ গঙ্গোপাধ্যায় এত রকমের গান গেয়েছেন, সুর দিয়েছেন! শুধু শ্যামাসঙ্গীত ছাড়া। এই নিয়ে তাঁর যত না আক্ষেপ, তাঁর মায়ের ছিল বেশি। আক্ষেপই এ বছর আদেশের চেহারা নিল। তার ফল? দীপাবলিতে এই প্রথম বার রুপোলি পর্দার গান ছেড়ে ভক্তিগীতিতে ডুব দিলেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র সুরকার।
আনন্দবাজার অনলাইনকে শিল্পী বললেন, ‘‘প্রতি বছর মা বলেন— সব গাইলি, একটা শ্যামাসঙ্গীত গাইলি না? আমারও খুব ইচ্ছে ছিল, একটা ভক্তিমূলক গান গাই। কিন্তু কিছুতেই হচ্ছিল না।’’ জিতের দাবি, দীপাবলির আগে তাঁর মায়ের নির্দেশ, এক ঘণ্টার মধ্যে গান চাই। সঙ্গে সঙ্গে তিনি আর চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় বসে পড়েন। চন্দ্রাণী লেখা, তাঁর সুর। গান তৈরি!
ভক্তিমূলক গান নাকি সংযোগ ছাড়া হয় না? স্বীকার করে নিয়েছেন জিৎ। জানিয়েছেন, সেই কারণেই তাঁর এত দিন সময় লেগে গেল। নিজের মায়ের পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন এসভিএফ প্রযোজনা সংস্থাকে। যাদের সঙ্গে জিতের গাঁটছড়া বহু দিনের।