জন্মাষ্টমীর দিন টলি অভিনেতা জিতের প্রযোজনা সংস্থা জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট অনুরাগীদের উপহার দিতে চলেছে প্রথম ছোট ছবি ‘হরে কৃষ্ণ’। ছবির কথা জানাতে গিয়ে ইনস্টাগ্রাম ভিডিয়োয় নিজের মতামত জানিয়েছেন জিৎ। সেখানেই তাঁর দাবি, ‘‘অনেক সময় ছোট ছোট কাজ অনেক বড় বার্তা পৌঁছে দেয়। সেই জায়গা থেকেই এ বার ছোট ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব।’’
যেমন ভাবা তেমনি কাজ! এর পরেই প্রযোজক পরিচালক হিন্দোল চক্রবর্তীকে একটি ছোট ছবি বানানোর অনুরোধ করেন। যে ছবিতে ছিমছাম গল্প, বিনোদন আর বার্তা, সবই থাকবে। মুক্তি পাবে ২৯ অগস্ট, শনিবার। ছোট ছবিটি দেখা যাবে জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে। অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ, দেবাশিস রায় প্রমুখ।